ধর্মের টানে একসময় ছেড়েছিলেন বলিউডের উজ্জ্বল কেরিয়ার, সম্প্রতি বিয়ে করে চর্চায় উঠে এলেন ‘দঙ্গল’ কন্যা জায়রা ওয়াসিম, দেখুন ছবি

ধর্মের টানে একসময় বলিউডের উজ্জ্বল কেরিয়ার থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। আর সেইসময় কম কটাক্ষের মুখে পড়তে হয়নি তাকে। এবার বিয়ে করে ফের চর্চায় উঠে এলেন ‘দঙ্গল’ সিনেমাখ্যাত অভিনেত্রী জায়রা ওয়াসিম। চুপিসারে বিয়ে সেরে ফেললেন তিনি। মাত্র ২৪ বছর বয়সেই গাঁটছড়া বাঁধলেন জীবনসঙ্গীর সঙ্গে। তার প্রথম ছবি ‘দঙ্গল’। সত্যি ঘটনা অবলম্বনে ছবিটিতে অভিনয় করেছিলেন জায়রা।

এরপর তাকে দেখা যায় ‘দ্য স্কাই ইস্ পিঙ্ক’ ও ‘সিক্রেট সুপারস্টার’ ছবিতে। তার প্রথম ছবির মধ্যে দিয়ে জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান । তবে উজ্জ্বল কেরিয়ারকে মধ্যগগনেই বিদায় জানিয়েছিলেন জায়রা। ২০১৯ সালে আচমকা অভিনয় থেকে সরে যান তিনি। জানান তার ধর্মের টানে তিনি বলিউড থেকে সরে যাচ্ছেন। এরপর বোরখা ও হিজাব পরা নিয়েও বিতর্কিত মন্তব্যের জন্য চর্চায় এসেছিলেন জায়রা।

শুক্রবার সম্প্রতি তিনি তার বিয়ের ছবি পোস্ট করে সকলকে চমকে দেন। তিনি অভিনয় জগত থেকে সরে গেলেও জায়রাকে তার অনুরাগীরা মনে রেখেছেন। মাঝেমধ্যে জায়রা তার সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেন নানান লেখা। যদিও নিজের কোনও ছবি পোস্ট করেন না তিনি। এরই মাঝে গতকাল শুক্রবার কনেবেশে ছবি পোস্ট করলেন তিনি। সঙ্গে তার জীবনসঙ্গীকেও দেখা গিয়েছে ছবিতে।

চাঁদকে সাক্ষী রেখে গাঁটছড়া বাঁধলেন জায়রা। ছবিতে জায়রাকে দেখা গিয়েছে লাল রঙের একটি বিয়ের পোশাকে ঘোমটা দেওয়া ও তার স্বামীর পরনে রয়েছে ঘিয়ে রঙের কাশ্মীরি শাল। চাঁদের দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছেন তারা দু’জন। যদিও তাদের মুখ দেখা যাচ্ছে না। আরেকটি ছবিতে জায়রাকে মেহেন্দি হাতে নিকাহনমায় সই করতে দেখা গিয়েছে। ছবি পোস্ট করে জায়রা লিখেছেন, “কবুল হ্যায়।” যদিও কার প্রস্তাবে তিনি কবুল বলেছেন তা জানা যায়নি।

২০১৯ সালে ধর্মের টানে সিনেমা জগত থেকে সরে গিয়েছিলেন তিনি। সেইসময় তিনি জানিয়েছিলেন, “অভিনয় করা মুসলিম ধর্মাচরণের বিরুদ্ধে আঘাত হানে। আমার ‘ইমান’ এতে আঘাতপ্রাপ্ত হয়। যেই মূহূর্তে ইমানকে অমান্য বা অবমাননা করা হয়, ঠিক তখনই আমার সঙ্গে আমার ধর্মের সম্পর্কও বারবার সংকটাপন্ন অবস্থায় চলে আসে। তাই আমি বিদায় নিচ্ছি অভিনয় থেকে।”

#zairawasim #bollywood

error: Content is protected !!