দেশের প্রধান রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) আবারও গ্রাহকদের জন্য নিয়ে এসেছে এক ব্যতিক্রমী অফার—মাত্র ১ টাকার ফ্রিডম প্ল্যান। ক্রমবর্ধমান রিচার্জ খরচের যুগে এমন সুবিধা সত্যিই বিরল। গ্রাহকদের প্রবল চাহিদা এবং সোশ্যাল মিডিয়ায় অনুরোধের পরিপ্রেক্ষিতে BSNL তাদের এই জনপ্রিয় প্ল্যানটি ফের চালু করেছে, যা ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে।
পুনরায় চালু হল BSNL Freedom Plan
BSNL-এর অফিসিয়াল X (Twitter) হ্যান্ডেলে জানানো হয়েছে যে, ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই বিশেষ অফারটি সক্রিয় থাকবে। দেশের সমস্ত BSNL সার্কেলেই এই সুবিধা পাওয়া যাবে।
তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত—
শুধুমাত্র নতুন BSNL গ্রাহকেরাই এই ₹1 Freedom Offer রিচার্জ করতে পারবেন।
বিদ্যমান গ্রাহকদের জন্য এই অফার প্রযোজ্য নয়।
দেশের টেলিকম খাতে নতুন ব্যবহারকারী আকৃষ্ট করতে এমন অফার অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।
BSNL 1 টাকার ফ্রিডম প্ল্যানে কী কী সুবিধা?
নতুন BSNL সিম নেওয়া গ্রাহকেরা মাত্র ₹1 রিচার্জেই পাবেন একগুচ্ছ সুবিধা—
প্রতিদিন ২GB 4G হাই-স্পিড ডেটা
আনলিমিটেড ভয়েস কলিং
প্রতিদিন ১০০ SMS
সারা দেশে আনলিমিটেড ন্যাশনাল রোমিং
৩০ দিনের ভ্যালিডিটি
ফ্রি BSNL SIM কার্ড
অর্থাৎ মাত্র ১ টাকায় পুরো এক মাসের টেলিকম সুবিধা—যা ভারতীয় টেলিকম মার্কেটে এক নতুন দৃষ্টান্ত।
ছাত্রদের জন্য বিশেষ Learner’s Plan (₹251)
শুধু নতুন গ্রাহকরাই নয়, ছাত্রছাত্রীদের জন্যও BSNL নিয়ে এসেছে একটি আলাদা সুবিধা—Learner’s Plan (₹251)।
যা পাওয়া যাবে ১৩ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত।
এই প্ল্যানে থাকছে—
১০০GB ডেটা
আনলিমিটেড কলিং
২৮ দিনের ভ্যালিডিটি
প্রতিদিন ১০০ SMS
অনলাইন ক্লাস, ভিডিও লেকচার ও ই-লার্নিংয়ের যুগে এই প্ল্যানটি তরুণ প্রজন্মের জন্য অত্যন্ত কার্যকর প্রমাণিত হতে পারে।
কেন এত আলোচনা BSNL-এর ১ টাকার প্ল্যান নিয়ে?
বর্তমান সময়ের বাজারদর বিবেচনায় এমন নামমাত্র মুল্যে সম্পূর্ণ টেলিকম পরিষেবা পাওয়া সত্যিই অবিশ্বাস্য। নতুন ব্যবহারকারীদের আকৃষ্ট করতে BSNL-এর এই কৌশল এখন টেলিকম দুনিয়ায় সাড়া ফেলেছে।
গ্রাহকদের মধ্যে উত্তেজনা স্পষ্ট—কারণ ৩০ দিনের ভ্যালিডিটি সহ এই ধরনের সুবিধা কোনো সংস্থাই বর্তমানে দিচ্ছে না।
এই অফারের ফলে BSNL আবারও প্রতিযোগিতামূলক বাজারে নিজেদের জায়গা শক্ত করতে পারবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন
হাওড়া ডিভিশনে বিপর্যস্ত ট্রেন চলাচল: একাধিক এক্সপ্রেসসহ ২৪টি লোকাল বাতিল