চুপিসারে বদল আনল BSNL। দীর্ঘদিন ধরে কম খরচে রিচার্জ প্ল্যানের সুবিধা দিয়ে আসা রাষ্ট্রায়াত্ত টেলিকম সংস্থা এবার তাদের জনপ্রিয় সস্তা প্রিপেইড প্ল্যানগুলোর বৈধতা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিল। ফলে অনেক গ্রাহক মনে করছেন—একই সুবিধা বজায় রেখেও মেয়াদ কমিয়ে BSNL পরোক্ষভাবে বেশি দামি প্ল্যান বেছে নিতে বাধ্য করছে তাদের।
১০৭ টাকার প্ল্যানে বড় ধাক্কা—মেয়াদ কমে মাত্র ২২ দিন
BSNL-এর বহুল ব্যবহৃত ₹107 টাকার প্ল্যান একসময় দিত ৩৫ দিনের বৈধতা। কিছুদিন আগে তা কমে হয় ২৮ দিন। আর এবার অফিসিয়ালভাবে মেয়াদ নেমে এল মাত্র ২২ দিনে।
তবে সুবিধাগুলি অপরিবর্তিত—
3GB হাই-স্পিড ডেটা
২০০ মিনিট ভয়েস কল (লোকাল, এসটিডি, রোমিং সহ)
কল চার্জ:
লোকাল—₹1/মিনিট
এসটিডি—₹2/মিনিট
ভিডিও কল—₹1.3/মিনিট
SMS চার্জ:
লোকাল—₹0.80
ন্যাশনাল—₹1.20
আন্তর্জাতিক—₹6
অতিরিক্ত ডেটা—₹0.25/MB
অর্থাৎ, প্ল্যানের সুবিধা অপরিবর্তিত থাকলেও কমে যাওয়া বৈধতা গ্রাহকদের মধ্যে অসন্তোষ তৈরি করেছে।
১৯৭ টাকার প্ল্যানেও কাটছাঁট—৭০ দিন থেকে নেমে ৪২ দিনে
BSNL যে শুধু ১০৭ টাকার প্ল্যানেই বদল এনেছে তা নয়। ₹197 প্ল্যানেও বড় পরিবর্তন এসেছে।
একসময় এই প্ল্যান দিত ৭০ দিনের বৈধতা। পরে কমে হয় ৫৪ দিন, আর এখন কমে এসেছে মাত্র ৪২ দিনে।
এই প্ল্যানে রয়েছে—
300 মিনিট ভয়েস কল
4GB হাই স্পিড ডেটা
100টি SMS
মেয়াদ কমে যাওয়ায় এখন একই খরচে অনেক কম দিন সুবিধা পাবেন গ্রাহকরা।
কেন এই পরিবর্তন?
টেলিকম বিশেষজ্ঞদের মতে, BSNL বর্তমানে দেশজুড়ে তাদের 4G ও 5G নেটওয়ার্ক সম্প্রসারণে বিপুল বিনিয়োগ করছে। ফলে সস্তা প্ল্যানের বৈধতা কমিয়ে তারা—
রাজস্ব বাড়াতে,
বেশি দামের প্ল্যানকে প্রাধান্য দিতে,
এবং গ্রাহকদের উচ্চমূল্যের রিচার্জে উদ্বুদ্ধ করতে চাইছে।
বিশেষজ্ঞদের মতে, “মেয়াদ কমানো মানে দৈনিক খরচ বাড়ানো। ফলে একজন সাধারণ ব্যবহারকারীও বাধ্য হচ্ছেন বড় প্ল্যান বেছে নিতে।”
গ্রাহকদের মনোভাব
বহু গ্রাহক সোশ্যাল মিডিয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের দাবি—BSNL সস্তা প্ল্যানের প্রধান সুবিধা ছিল দীর্ঘ বৈধতা; এবার তা কমে যাওয়ায় সংস্থার প্রতি আগ্রহ কমবে।
BSNL এখনও ব্যাপকভাবে 4G পরিষেবা চালাতে না পারায়, অনেকে মনে করছেন—এই সময়টায় প্ল্যানের মেয়াদ কমানো গ্রাহক ধরে রাখার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত।
