আমি আপনাকে ইডিয়ট বলতে পারি? বেদা-র ট্রেলার লঞ্চে এসে চটলেন জন আব্রাহাম, জানুন কি ঘটেছিলো?

সম্প্রতি এবার সাংবাদিকের প্রশ্নে বেজায় চটলেন জনপ্রিয় অভিনেতা জন আব্রাহাম! দর্শকেরা সাধারণত এই অভিনেতাকে বদমেজাজি হিসেবেই জানেন। কারণ, তার এমন প্রচুর ভিডিও উঠে এসেছে যেখানে দেখা গিয়েছে তিনি সাংবাদিক বা ভক্তদের সাথে খারাপ ব্যবহার করেছেন।

সম্প্রতি সেরকমই একটি ভিডিও উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে এক সাংবাদিককে ‘ইডিয়ট’ বলে সম্বোধন করেছেন তিনি। আসলে তার আগামী সিনেমা বেদার ট্রেলার লঞ্চে পৌঁছেছিলেন তিনি। সেখানে সাংবাদিকরা তাদের নানান প্রশ্ন করেন।

এক সাংবাদিক বলেন, ‘এই সিনেমায় নতুন কী পাবো? ট্রেলার দেখে মনে হচ্ছে তো সেই একই ধরনের অ্যাকশন রয়েছে। যার উত্তরে জন বলেন, ‘আপনি কি সিনেমারটি দেখেছেন? এই প্রশ্নের জন্য কি আমি আপনাকে ইডিয়ট বলতে পারি?’ এখানেই থামেননি তিনি আরো বেশ কিছু কটাক্ষ করেছেন।

যেমন বলেছেন, ‘আমি সোজাসুজি একটা কথা বলতে চাই যে এই সিনেমাটায় নতুন কিছু রয়েছে অন্তত আমার তেমনই মনে হচ্ছে। আর আগে আপনি সিনেমাটি দেখুন তারপরে বিচার করুন। আপনি আগে থেকেই এরকম বলতে পারেন না। সিনেমা দেখার পরে যদি আপনি ভুল হন তাহলে কিন্তু আপনাকে ছাড়বো না।’

তবে এই মন্তব্য করার জন্য তার তীব্র সমালোচনা করেছেন নেটিজেনরা। যেমন একজন বলেছেন, ‘কেউ কিছু প্রশ্ন করলে এরকম অভদ্র ব্যবহার করা উচিত নয়। আগে তার প্রশ্নটা শেষ করতে দিন।’ উল্লেখযোগ্য, ‘বেদা’ সিনেমায় মূলত এক যুবতীর নিপীড়নের কাহিনী তুলে ধরা হয়েছে। যা পরিচালনা করেছেন নিখিল আডবানি।

আরও পড়ুন,
*‘আমার সন্তান, মা স্ত্রী কারো সাথেই …’, আমির কাঁদতে কাঁদতে কি বলেছেন রণবীরকে? জানালেন অভিনেতা