সেলিব্রিটিদের ছবি মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা যায়৷ কখনও সেই ছবি তারা নিজেরা পোস্ট করেন আবার কখনও দেখা যায় কোনো ফ্যান পেজের মাধ্যমে তা পোস্ট করা হয়। তবে এবার যে ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে তা এক টলিউড অভিনেতার ছবি। ছবিটি অভিনেতা নিজেই শেয়ার করেছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে অভিনেতার পরনে সাদা রঙের জামা। হাতে রয়েছে ব্যাট।
ছবিটি দেখে চিনতে পারলেন অভিনেতাটি কে? অনেকেই হয়তো চিনতে পারছেন না। তিনি হলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা। এদিন ছবি শেয়ার করে তিনি জানিয়েছেন এটি ২০০২ সালের তোলা ছবি। সাদা জামা পরনে ঘরের মধ্যেই ক্রিকেট খেলছেন তিনি। আর সেইসময় এক ফাঁকে তোলা হয়েছে ছবিটি। তার মুখে লেগে রয়েছে গালভরা হাসি।
ছবিটি পোস্ট করার পর ভাইরাল হতে বেশি সময় নেয়নি। অনেকে অঙ্কুশের এত ছোটোবেলার ছবি দেখার পর অবাক হয়েছেন। বর্তমান মুখমণ্ডলীর সঙ্গে তার সেই ছোট্ট বেলার মুখের আকাশ পাতাল পার্থক্য। বর্তমানে অভিনেতা টলিউডের প্রথম সারির জনপ্রিয় তারকা। তার ছবি বক্স অফিসে দারুণ ব্যবসা করে। তেমনই বড় পর্দায় একের পর এক ছবি তৈরি করে দর্শকদের উপহার দিয়েছেন তিনি।
২০১০ সালে ‘কেল্লাফতে’ ছবির মধ্যে দিয়ে প্রথম বড় পর্দায় পদার্পণ করেন অঙ্কুশ। এরপর তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। তৈরি করে গিয়েছেন একের পর ছবি। তার বিশেষ বান্ধবী ঐন্দ্রিলা সেন টলিউডের ছোটো পর্দার অভিনেত্রী থাকলেও বর্তমানে তিনি বড় পর্দায় অভিনয় করেন।
অঙ্কুশ ও ঐন্দ্রিলা একসঙ্গে অভিনয় করেছেন ‘মির্জা’ ছবিতে। ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। তাদের সম্পর্ক সকলের কাছে প্রকাশ্যে বলেন তারা। কানাঘুঁষা শোনা যায় তারা হয়তো এবার বিয়ের পিঁড়িতে বসবেন। তবে কবে চার হাত এক হবে তা এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন,
*‘আমায় অনেক ছবি থেকে বাদ দেওয়া হয়েছে’, স্মৃতি হাতরাতেই চোখ ছলছল শ্রদ্ধার!