কেন্দ্রের নয়া পথ আইন নিয়ে ক্ষুব্ধ গোটা দেশের ট্রাকচালকেরা, রাজ্যে রাজ্যে বিক্ষোভ, কলকাতাতেও রাস্তা অবরোধ
পথসংক্রান্ত কেন্দ্রের নতুন আইনবিধিতে বলা হয়েছে, কাউকে ধাক্কা মেরে দুর্ঘটনাস্থল থেকে পালিয়ে গেলে এবং দুর্ঘটনার সংবাদ পুলিশকে না জানালে গাড়িচালকের সর্বোচ্চ সাজা হতে পারে দশ (১০) বছরের। যেখানে আগের আইনে সর্বোচ্চ সাজার মেয়াদ ছিল মাত্র দু’বছর। কেন্দ্রের নয়া দণ্ডসংহিতা সংক্রান্ত তিনটি আইনে থাকা নয়া এই সংস্থানের বিরুদ্ধেই গোটা দেশের ট্রাকচালকেরা প্রতিবাদে নেমেছে। রবিবার থেকে বিক্ষোভ … Read more