ঘূর্ণিঝড়ের দাপটে চন্দননগরের ৭৫ ফুটের বিশাল প্রতিমা হুড়মুড় করে ভেঙে পড়ল। পুজো মানেই আনন্দ। কিন্তু প্রকৃতির কাছে সকলেই অসহায়। হঠাৎ তৈরি হওয়া বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ঘুর্ণিঝড়ে। আর সেটি সমতলে আছড়ে পড়ার পর ক্ষয়ক্ষতি হয়েছে একাধিক। তবে পশ্চিমবঙ্গে সেভাবে ক্ষয়ক্ষতি না হলেও এদিন চন্দননগরে এবারের বিশেষ আকর্ষণ সুবিশাল ৭৫ ফুটের প্রতিমা ও প্যান্ডেল হাওয়ায় ভেঙে পড়ল। জানা যাচ্ছে, ওই সুবিশাল প্রতিমাটি তৈরি করেছে কানাইলাল পল্লি।
মন্ডপটি যেমন উঁচু তৈরি করা হয়েছে, তেমনই তার প্রতিমা তৈরি করা হয়েছে সুবিশাল। অত্যাধিক উঁচু হওয়ার কারণে তাসের ঘরের মতন ভেঙে পড়েছে সেই প্রতিমা ও মন্ডপ। জানা যাচ্ছে, ওই প্রতিমাটি মাটির নয়, বরং ফাইবার দিয়ে তৈরি করা হয়েছে। মন্ডপ ও প্রতিমা মাটির তৈরি না হওয়ায় সামান্য হাওয়ার আঘাতে তা হুড়মুড় করে ভেঙে পড়েছে। মন্ডপের একাংশ উল্টে গিয়েছে হাওয়ায়।
সুবিশাল এই মন্ডপ ও প্রতিমা ভেঙে পড়ায় স্থানীয়দের মধ্যে ভয়ের পরিস্থিতি তৈরি হয়েছে। কাঠের কাঠামোর নীচে চাপা পড়েন অন্তত সাত জন মানুষ। আহতদের তড়িঘড়ি চন্দননগর হাসপাতালে ভর্তি করা হয়। যদিও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে এমন পরিস্থিতি দেখে অনেকেই আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। এমন পরিস্থিতির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় বিশাল পুলিশ বাহিনী।
পুলিশ, দমকল ও সিভিল ডিফেন্সের মাধ্যমে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছে যান রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন, চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী। আপাতত সেখানে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে।
#chandannagar #jagatdhatripuja
