CCTV camera on woman’s head: প্রতিনিয়ত নারীদের ওপর অত্যাচারের সংবাদ সম্মুখে আসছে। কোথাও গণধর্ষণের নালিশ। কোথাও বলাৎকার করে হত্যা করার নালিশ। কলকাতা আরজিকরের এক চিকিৎসককে বলাৎকার করে হত্যা করার অভিযোগ উঠেছে। নারীদের সুরক্ষা দেওয়ার কথা উঠে এসেছে। এই অবস্থাতে মেয়েদের সুরক্ষা নিশ্চিত করতে এক নতুন উপায় বের করলো এক পিতা।
তিনি কন্যার মাথায় সিসিটিভি বসালেন। কন্যা পিতার এই কর্মকে প্রতিপোষণ জানিয়েছেন। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়। পাকিস্তানে এই ঘটনাটি ঘটেছে। এই কন্যার মাথায় একটি বড় সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। এই পরিস্থিতিতে তাকে ইন্টারভিউ দিতে দেখা যায়।
ওইখানে মেয়েটি বলে ,তার পিতা মাথায় সিসিটিভি ক্যামেরা বসিয়েছে। মেয়েটি কোথায় যাচ্ছে কি করছে সব নজরবন্দি করার জন্য। মেয়েটি বাবাকে বাধা দেয়নি? প্রশ্ন শুনে মেয়েটি বলে, তার নিরাপত্তার জন্য এই প্রতিপোষণ করেছে তার পিতা। পিতার সেই কাজে অমত করেনি।
next level security pic.twitter.com/PpkJK4cglh
— Dr Gill (@ikpsgill1) September 6, 2024
ওই মেয়েটি বলে, তার পিতা বডিগার্ড। এই সিসিটিভির জন্য তাকে নজরবন্দী করে রাখতে পারবে। করাচির একটি ঘটনার কথা মেয়েটি বলে। এক নারীকে নিষ্ঠুর ভাবে হত্যা করা হয়। তাই কেউই নিরাপত্তায় নয়। ওই নারীর সাথে যা ঘটেছে, তা তার সাথেও ঘটতে পারে। তাই সুরক্ষার জন্য তার পিতা এই পথ বেছে নিয়েছে বলে মেয়েটি জানায়। সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা পেয়েছে এই ভিডিও।
আরও পড়ুন,
*একরত্তি মেয়েকে কোলে নিয়ে হাসপাতালের বিছানায় দীপিকা! হু হু করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি