বুকে যন্ত্রণা, শয্যাশায়ী টলিউড অভিনেতা অঙ্কুশ! হঠাৎ কী হল?

কয়েক দিন ধরেই চলছে লাগাতার বৃষ্টি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হয়ে চলেছে একনাগাড়ে। আর এই কারণে বারবার আবহাওয়ার পরিবর্তনের জন্য অনেকের শরীর খারাপ হচ্ছে। এবার সেই আশঙ্কা থেকে বাদ পড়লেন না টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা। সম্প্রতি তিনি একটি ছবি পোস্ট করেন যা দেখে তার অনুরাগীদের কপালে চিন্তার ভাজ। আর সেই ছবিতে অঙ্কুশের চেহারা বেশ উসকোখুসকো।

সম্প্রতি অভিনেতা একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে দেখা গিয়েছে তার চুল উসকোখুসকো, চোখে চশমা, মুখে ক্লান্তির ছাপ। তাকে বিছানায় শুয়ে থাকতে দেখা যাচ্ছে। জানা গেলো আবহাওয়া হটাৎ হটাৎ পরিবর্তনে অসুস্থ হয়ে পড়েছেন অভিনেতা। তাই তার বুকে ব্যথা, গলায় ব্যথা, মাথা ব্যথা এবং জ্বর। অর্থাৎ যারপরনাই কাহিল হয়ে পড়েছেন অভিনেতা।

অসুস্থ হয়ে নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করলেন তিনি। আর তার পাশাপাশি লিখলেন, “আমার রবিবারটা এমনই কাটল। গলায় ব্যথা, বুকে যন্ত্রণা, মাথা ব্যথা আর জ্বরে।” অভিনেতার এমন ছবি দেখে তার অনুরাগীদের কপালে চিন্তার ভাজ পড়েছে। সেই ছবিতে একাধিক মন্তব্য করেছেন অনেকেই।

ankushin oZ0tdJRk3n

এদিকে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয় অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেনের। সেই ছবিতে ঐন্দ্রিলাকে দেখা গিয়েছে নীল ও সাদা রঙের কো-অর্ড সেট পরে রয়েছেন তিনি। পরম যত্নে অঙ্কুশকে খাইয়ে দিচ্ছেন। আর এই চবি পোস্ট করে অঙ্কুশ লেখেন, “কেমন লাগল?” আর তখন আমি আমার জীবনের সেরা অভিনয়টি প্রদর্শন করি। যাই হোক। ইনি রান্নাটি অসাধারণ করেন।”

আরও পড়ুন,
*মাসে মাত্র কিছু জমা দিন তাহলেই পিএফ অ্যাকাউন্টে সঞ্চার হবে ৩ থেকে ৫ কোটি টাকা, রইল তার গণনা

error: Content is protected !!