সংবিধানকে শপথ করে নতুন জীবনে পদার্পণ, নতুন ভাবনায় ভাইরাল নবদম্পতির বিয়ে

আমাদের ভারতবর্ষে সংবিধানের গুরুত্ব অপরিসীম। চলতি বছরের লোকসভা নির্বাচনেও একাধিক নেতাকে দেখা গিয়েছে সংবিধান হাতে নিয়ে প্রচারে নামতে। এর পাশাপাশি সমানাধিকারের ক্ষেত্রে কিংবা বিচারের পথে সংবিধান আমাদের পথ দেখায়। কিন্তু কখনও এমন দেখেছেন সংবিধানকে শপথ করে বিয়ের পিঁড়ি থেকে নতুন জীবন শুরুর করার ঘটনা!

কিন্তু সম্প্রতি এমনটাই ঘটেছে। সংবিধান হাতে নিয়ে নতুন জীবনের শপথ নিলেন এক যুগল। শীতকাল মানেই ভারতবর্ষে বিয়ের ধুম পড়ে যায়। হিসেব বলছে, চলতি বছরে কয়েক হাজার কোটি টাকার ব্যবসা হতে চলেছে বিয়েকে ঘিরে। তবে এই খরচ হয়, যদি কেউ তার এই বিশেষ দিনকে স্মরণীয় করে রাখতে চান। সেইসময় রাজকীয় আয়োজন ও অতিথি অ্যাপায়ন সবকিছু হয় চমকে দেওয়ার মতন।

কিন্তু সকলের ধুমধাম করে বিয়ে করার সামর্থ্য থাকে না। সেইসময় তারা নিজেদের মতন করে সাধারণভাবে বিয়ে করেন। কেউ কেউ জাঁকজমকপূর্ণ বিয়ে করতে না চাইলে, আইনি বিবাহ সাড়তে পারেন। তাতে কোনও টাকাপয়সার বিষয় থাকে না। সম্প্রতি ছত্তিসগড়ের একটি ঘটনা সামনে এসেছে। যেখানে ইমান নামের ওই যুবক ভেবেছিলেন স্রেফ রেজিস্ট্রি করে বিয়ে করবেন না।

আবার এলাহি খরচ করার সামর্থ্য তার ছিল না। এর পাশাপাশি তিনি বিয়ের নিয়মকানুন বিশ্বাস করতেন না। তাই তিনি ঠিক করেন ভারতীয় সংবিধানকে হাতে রেখে বিয়ে করবেন। অনেকেই অবাক হবেন কিন্তু ওই যুবক এভাবেই বিয়ে সেরেছেন। যদিও তিনি গ্রামের দিকে থাকেন এবং সেখানে নিয়ম না মেনে বিয়ে একটু বাঁকা চোখে দেখা হয়।

কিন্তু তাতে বিশেষ পাত্তা দেননি ওই যুবক। নিজের ইচ্ছায় এবং হবু বউয়ের সম্মতিতে সংবিধানকে সাক্ষী রেখে বিয়ে করেছেন তিনি। ব্যস্, এভাবেই বিয়ে সারেন তিনি। কিন্তু এমন বিয়ে করার কথা তার মাথায় এলো কীভাবে? যুবকের উত্তর, এত খরচের সামর্থ্য নেই তার। তাই বিয়েতে অতিরিক্ত খরচ না করেই বিয়ের কথা ভেবেছিলেন তিনি। আর তাদের বিয়ের এই পদ্ধতি চাপা থাকেনি। ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়াতেও।