ক্রিস মার্টিন ও সোফি টার্নারের গোপন প্রেমের গুঞ্জন

ডাকোটার সঙ্গে বিচ্ছেদের পর কোল্ডপ্লে গায়ক ক্রিস মার্টিনের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছেন অভিনেত্রী সোফি টার্নার—চলছে চুপিসারে প্রেমের গুঞ্জন।

হলিউডে নতুন এক তারকা জুটির গুঞ্জন তুমুল চর্চার জন্ম দিয়েছে। ‘গেম অব থ্রোনস’-খ্যাত অভিনেত্রী সোফি টার্নার এবং কোল্ডপ্লে ব্যান্ডের ফ্রন্টম্যান ক্রিস মার্টিন নাকি চুপিচুপি প্রেম করছেন—এমন খবরই ছড়িয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।

সম্প্রতি সোফির ধনকুবের প্রেমিক পেরির সঙ্গে সম্পর্ক ভেঙে যায়। আগস্টের শেষ দিকে তাঁদের বিচ্ছেদ ঘটে বলে জানিয়েছে দ্য সান। বিচ্ছেদের পর সোফিকে দেখা গেছে সেলিব্রিটি ডেটিং অ্যাপ ‘রায়া’-তে। অন্যদিকে, ক্রিসও দীর্ঘ আট বছরের সম্পর্কের ইতি টেনেছেন অভিনেত্রী ডাকোটা জনসন-এর সঙ্গে।

ডেইলি মেইল অনলাইন সূত্রে জানা গেছে, পেরির সঙ্গে বিচ্ছেদের কয়েক দিন পরই সোফির সঙ্গে পরিচয় হয় ক্রিসের। এরপর থেকেই তাঁদের একাধিকবার একসঙ্গে দেখা গেছে, যা থেকেই গুঞ্জনের সূত্রপাত।

সোফির ব্যক্তিগত জীবন আগেও ছিল আলোচনার কেন্দ্রে। ২০১৯ সালে গায়ক জো জোনাসকে বিয়ে করেছিলেন তিনি। তবে চার বছরের মাথায় সে সম্পর্কের ইতি ঘটে। তাঁদের দুই কন্যা সন্তান রয়েছে—উইলা ও ডেলফিন।

অন্যদিকে, ক্রিস মার্টিনের সাবেক স্ত্রী গুইনেথ প্যালট্রোর সঙ্গে তাঁর দুই সন্তান—অ্যাপল ও মোজেস। ডাকোটার সঙ্গে বিচ্ছেদের পর নতুন করে প্রেমে জড়ানোর খবরে ভক্তরাও এখন বেশ কৌতূহলী।

গোপন দেখা-সাক্ষাৎ ও সাম্প্রতিক সংযোগ ইঙ্গিত দিচ্ছে—হলিউডে হয়তো জন্ম নিচ্ছে নতুন এক তারকা রোমান্সের গল্প।

বিনোদন
সোহিনীর মুখে স্বীকারোক্তি, অনির্বাণের সঙ্গে ছিল প্রেমের সম্পর্ক

#ChrisMartin #SophieTurner #Coldplay #HollywoodRomance #CelebrityNews #Entertainment #DailyMail #TheSun #DakotaJohnson #JoeJonas

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক