‘চরিত্র কেমন জানা আছে’ বলে তোপ কমলিকাকে, চেহারা নিয়ে কটাক্ষ ! এবার সব ক্ষোভ উগরে দিলেন পর্দার ‘পার্বতী’

‘চিরসখা’ ধারাবাহিকে ‘পার্বতী’ চরিত্রে কমলিকা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণের মুখে পড়তে হচ্ছে। কী বললেন অভিনেত্রী? পড়ুন বিস্তারিত।

‘চিরসখা’ ধারাবাহিকে কমলিনী ও স্বতন্ত্রের সম্পর্কে তৃতীয় চরিত্র পার্বতীর আগমন ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে বিতর্ক। ধারাবাহিকের এই নতুন মোড় পর্দার আড়ালেই তৈরি করেছে কুমন্তব্যের ঝড়। লক্ষ্যবস্তু হয়েছেন ‘পার্বতী’ চরিত্রাভিনেত্রী কমলিকা বন্দ্যোপাধ্যায়। চেহারা থেকে চরিত্র—সব নিয়েই প্রশ্ন তুলছেন নেটিজেনদের একাংশ, যা বিরক্ত ও আঘাত করেছে অভিনেত্রীকে।

মহালয়ার দিন থেকে ‘চিরসখা’র শুটিং শুরু করেন কমলিকা। ২৬ বছরের কেরিয়ারে প্রায় ৯৭টি ছবিতে অভিনয় করলেও এমন আক্রমণের মুখে আগে কখনও পড়েননি বলে জানালেন তিনি। তাঁর কথায়,
“হাতে মুঠোফোন পেয়ে যা খুশি বলার সুযোগ পেয়ে গিয়েছেন অনেকে। সবচেয়ে দুঃখের, ৯০ শতাংশ মন্তব্যই মহিলাদের।”

সোশ্যাল মিডিয়ায় তাঁর ‘পার্বতী’ লুক নিয়ে একাংশ সরাসরি প্রশ্ন তুলেছেন, “আপনার চরিত্র কেমন জানা আছে?” এই ব্যক্তিগত আক্রমণে তিতিবিরক্ত অভিনেত্রীর প্রথম দু’দিন মন খারাপ হয়েছিল। পরে নিজেকে সামলে কাজে ফিরেছেন।
“এখন শুধু করুণা হয় যারা খারাপ মন্তব্য করেন তাঁদের জন্য,” বলেন তিনি।

৪৭ বছর বয়সে শারীরিক গঠনে পরিবর্তন আসা স্বাভাবিক—এমন মন্তব্য করে তিনি পালটা প্রশ্ন তোলেন, “তা নিয়ে কেমন করে এমন মন্তব্য করা যায়?”

এদিকে ধারাবাহিকেও শুরু হয়েছে উত্তেজনার নতুন অধ্যায়। প্রচারে দেখা যাচ্ছে—স্বতন্ত্র কমলিনীকে সিঁদুর পরিয়ে দিচ্ছেন, অন্যদিকে স্বতন্ত্রকে চিঠি লিখে সব ছেড়ে চলে যাচ্ছেন পার্বতী। দর্শক এখন অপেক্ষায় তিন চরিত্রের সম্পর্ক কোন পথে এগোয়।

FAQ

Q1: কোন ধারাবাহিকে অভিনয়ের জন্য কুমন্তব্যের শিকার হয়েছেন কমলিকা?
A: ‘চিরসখা’ ধারাবাহিকে ‘পার্বতী’ চরিত্রে অভিনয়ের সময়।

Q2: কী ধরনের মন্তব্য করা হয়েছে তাঁর বিরুদ্ধে?
A: চেহারা, চরিত্র ও ব্যক্তিগত জীবন নিয়ে অপমানজনক মন্তব্য।

Q3: কত বছর ধরে অভিনয় করছেন কমলিকা বন্দ্যোপাধ্যায়?
A: প্রায় ২৬ বছর।

Q4: মোট কতটি ছবিতে অভিনয় করেছেন?
A: ৯৭টি ছবিতে।

Q5: কুমন্তব্যকারীদের সম্পর্কে তাঁর মন্তব্য কী?
A: তিনি বলেন, “এখন করুণা হয় যাঁরা কুমন্তব্য করেন তাঁদের জন্য।”

Q6: মন্তব্যকারীদের অধিকাংশ কারা?
A: অভিনেত্রীর দাবি—৯০ শতাংশই মহিলা।

Q7: কেন কমলিকা প্রথমে বিরক্ত হয়েছিলেন?
A: ব্যক্তিগত আক্রমণ ও অশালীন মন্তব্যে মন খারাপ হয়েছিল।

Q8: এখন কীভাবে সামলাচ্ছেন পরিস্থিতি?
A: সব ঝেড়ে ফেলে নিয়মিত শুটিং করছেন।

Q9: কোন পরিবর্তন নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে?
A: ৪৭ বছর বয়সে তাঁর শরীরের স্বাভাবিক গঠনের পরিবর্তন।

Q10: ধারাবাহিকের গল্পে নতুন কোথায় মোড়?
A: স্বতন্ত্র–কমলিনী সম্পর্ক এগোচ্ছে, আর পার্বতী চিঠি লিখে চলে যাচ্ছে।

আরও পড়ুন
১১,০০,০০,০০০ টাকা পাচ্ছেন কে? আজ রাতেই ফলাফল ঘোষণা পঞ্জাব দিওয়ালি বাম্পার ২০২৫

#Chirasakha #KomalikaBandopadhyay #TVSerialDrama

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক