‘রুহ্‌ বাবা’কে দেখতে ভিড় হাওড়া ব্রিজে, কলকাতার কোথায় কোথায় শুটিং করলেন কার্তিক?

‘ভুলভুলাইয়া ৩’এর শ্যুটিংয়ে কলকাতা শহরে উপস্থিত হয়েছেন অভিনেতা কার্তিক আরিয়ান! সম্প্রতি হাওড়া ব্রীজে তাকে দেখা গেলো শ্যুট করতে। যদিও কল টাইম ছিল ভোর পাঁচটায়, তবে শ্যুটিং শুরু হতে হতে লেগে যায় আরো এক ঘন্টা। হাওড়া ব্রীজের ওপর যানবাহন ও নিত্যযাত্রীদের ভীড় বাড়তে থাকে।

এরই মধ্যে দেখা যায় একটি মোটরবাইক এগিয়ে আসছে। আর সেখানে বসে রয়েছেন ‘ভুলভুলাইয়া ২’এর সেই পরিচিত রুহ বাবা। যার পরনে কালো আলখাল্লা, গলায় রুদ্রাক্ষের মালা, চোখে সানগ্লাস এবং মাথায় বান্ডানা। হাসিমুখেই বাইক চালাতে দেখা যায় তাকে। যদিও বাইকটিকে আটকে রাখা হয়েছিল গাড়ির সাথে।

বিভিন্ন অ্যাঙ্গেলে শট নেওয়া হয় তার। শুরুতে হাওড়া ব্রীজের যাত্রীরা বুঝতে পেরেছিলেন সেখানে শ্যুটিং হচ্ছে। তবে সেখানে কোনো বলিউড অভিনেতা যে উপস্থিত থাকবেন তা বুঝতে পারেননি। যদিও শেষ পর্যন্ত সবটাই স্পষ্ট হয়ে যায়। কিন্তু অভিনেতা পর্যন্ত কেউ পৌঁছতে পারেননি। কারণ, সেখানে ছিল কড়া নিরাপত্তা।

হাওড়া ব্রীজে এক ঘন্টা শ্যুটিংয়ের পর মল্লিক ঘাটের ফুল মার্কেটে তাকে নিয়ে বেশ কিছুটা সময় শ্যুটিং করা হয়। তাদের পরবর্তী লোকেশন ছিল লাহাবাড়ি। গত সোমবারই শহরে উপস্থিত হয়েছেন অভিনেতা। বিমানবন্দর থেকে বেরিয়ে আসার পর অনুরাগীরা তাকে রীতিমতো ঘিরে ধরেন।

হোটেলে পৌঁছনোর সময় রাস্তায় পড়েছিল লেকটাউন মোড়ের বড়ো ঘড়ি এবং মধ্য কলকাতার একটি অভিজাত হোটেল রেস্তোরাঁ। সেখানে সকলের সাথে ডিনারও করেন তিনি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন অভিনেতা। উল্লেখযোগ্য, এই সিনেমায় অভিনয় করবেন বিদ্যা বালান ও তৃপ্তি ডিমরি। তবে তারা কলকাতায় আসবেন না।

আরও পড়ুন,
*১১১ বছর বয়স, দীর্ঘ জীবন পাওয়ার হদিশ দিলেন বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তি
*বন্ধুদের মিষ্টিমুখ করাতে চটপট বানিয়ে ফেলুন ছানার পোলাও, রইলো রেসিপি

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক