দেখতে দেখতে বৈবাহিক জীবনের এক বছর পার করে ফেললেন জনপ্রিয় টলিউড জুটি সৌরভ দাস এবং দর্শনা বণিক। প্রথম বিবাহবার্ষিকী সকলের কাছেই বিশেষ, ব্যতিক্রম নয় এই তারকা জুটির ক্ষেত্রে। তাইতো তাদের এক সঙ্গে কাটানো আদুরে মুহূর্তের টুকরো টুকরো দৃশ্য দিয়ে তৈরি একটি ভিডিও পোস্ট করেছেন দর্শনা।
যেখানে স্বামীকে প্রথম বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন তিনি। গত বছরের ১৫ই ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসেছিলেন সৌরভ এবং দর্শনা বেশ অন্যরকমভাবে গাঁটছড়া বেঁধেছিলেন তারা। তাদের বিয়েতে উপস্থিত ছিলেন টলিউডের তাবড়-তাবড় তারকা-সহ সৌরভ গাঙ্গুলীও।
আর এবার খুনসুটি, ভালোবাসা দিয়ে একটা বছর পার করে ফেললেন এই দম্পতি। তারই উদযাপন করতে একটি ভিডিও শেয়ার করে দর্শনা। ক্যাপশনে লিখেছেন, ‘আরো হাজার হাজার বিবাহবার্ষিকীর শুভেচ্ছা।’ ভিডিওটি দেখা যাচ্ছে কখনো তারা সমুদ্রের মধ্যে দিয়ে হেঁটে চলেছেন দু’জনে।
আবার কখনো হোটেলের ঘরে দর্শনাকে কোলে তুলে ঘোরাচ্ছেন সৌরভ। এখানেই শেষ নয় বিয়েরও বেশ কিছু দৃশ্য তুলে ধরেছেন তিনি। বিয়ের সাতপাকে ঘোরা, মালাবদল, একে অপরকে স্নেহচুম্বন এমনকি ভাত-কাপড়ের সময় দর্শনাকে পায়ে হাত দিয়ে প্রণাম করতেও দেখা গিয়েছে সৌরভকে।
এখানেই শেষ নয় এই ভিডিওটি শুরু হয় রুমির জনপ্রিয় দুই লাইন দিয়ে। যেখানে লেখা, ‘ভালোবাসা হলো এক সম্পূর্ণ অংশ। আর আমরা প্রত্যেকে এক এক টুকরো।’ আসলে চিরাচরিত প্রথা থেকে সরে গিয়ে নিখাদ ভালোবাসার ছবি ফুটে উঠেছে এই ভিডিওতে। যেটি পোস্ট করতেই তাদের শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা।