টলিপাড়ার পরিচিত মুখ দেবলীনা কুমার। অভিনয়জগতে তাঁর উপস্থিতি যেমন স্থায়ী, তেমনই সুদৃঢ় তাঁর পারিবারিক বন্ধন। ছোটপর্দা থেকে বড়পর্দা—সব জায়গাতেই সাফল্যের সঙ্গে কাজ করছেন তিনি। পাশাপাশি চট্টোপাধ্যায় পরিবারের বৌ হয়ে শশুরবাড়ির দায়িত্বও সমান দক্ষতায় সামলান। সদাহাস্যময়, প্রাণোচ্ছল দেবলীনার জীবনে যে এমন শোকের ছায়া নেমে আসবে, তা ভাবেননি কেউই।
শনিবার অভিনেত্রী নিজের ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে জানান, তাঁর অত্যন্ত প্রিয় কাকুমণি আর নেই। দুটি স্মৃতিমাখা ছবি শেয়ার করে দেবলীনা লেখেন,
“মন ভারাক্রান্ত থাকলে বেশি কিছু লেখা মুশকিল হয়ে যায়। ভালো থেকো, পরের জন্মে আবার আমার ‘কাকুমণি’ হয়ে এসো।”
তিনি জানান, দেশপ্রিয় পার্ক এলাকায় যে কোনও প্রয়োজনে তিনি নিঃসন্দেহে বলতেন—“দাঁড়াও, আমার কাকা আছে, বলে দিচ্ছি”—এবং কাজটিও হয়ে যেত। এই আত্মবিশ্বাস ও নির্ভরতার জায়গাই আজ আর নেই।
অভিনেত্রী আরও লেখেন,
“স্মৃতির ভার অনেক, সেখানে শব্দও কম পড়ে যায়। আমি আপনার পরামর্শদাতা ‘ভাইজি’ হওয়াটাকে খুব মিস করব। মিস করব তোমার ফ্যাশন সিলেকশন, তোমার ধুতির সংগ্রহ…।”
শোকবার্তায় দেবলীনা অনুরাগীদের এক বিশেষ অনুরোধও জানিয়েছেন—
“দয়া করে কেউ RIP লিখবেন না।”
তিনি চান তাঁর কাকুমণিকে যেন ভালোবাসা ও স্মৃতির মাধ্যমে স্মরণ করা হয়, প্রচলিত শোকাচ্ছন্ন বাক্যে নয়।
নায়িকার এই আবেগঘন পোস্টে ইতিমধ্যেই ভরে উঠেছে অনুরাগীদের সান্ত্বনার বার্তায়। কেউ লিখেছেন—“উনি সবসময় তোমার সাথেই থাকবেন।” আবার আরেকজন জানিয়েছেন—“ভীষণ অসুস্থ ছিলেন, শুনে খুব কষ্ট পেলাম।” কেউ কেউ তাঁর আত্মার শান্তি কামনা করে লিখেছেন—“ভালো থাকুন তারাদের দেশে।”
আরও পড়ুন
Subhasree-Yuvaan: দেখতে দেখতে ছেলে কত্ত বড়ো হয়ে গিয়েছে, আবেগপ্রবণ অভিনেত্রী শুভশ্রী
কাজের দিক থেকেও ব্যস্ত ছিলেন দেবলীনা। চলতি বছরে তথাগত মুখোপাধ্যায়ের পরিচালনায় তাঁর ছবি ‘রাস’ দারুণ প্রশংসা কুড়িয়েছে। এ ছাড়াও পুজোয় মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত ‘রক্তবীজ ২’।
প্রিয় মানুষকে হারানোর বেদনা যে কত গভীর, তা দেবলীনার লেখায় স্পষ্ট। ব্যক্তিজীবনের এই কঠিন সময়ে তাঁকে সমর্থন জানাচ্ছেন তাঁর ভক্তরা, সহকর্মীরা এবং তাঁর কাছের মানুষরা।
আরও পড়ুন
নিঃশব্দ বিদায়ে ধর্মেন্দ্র: দুই পরিবারের দূরত্বে প্রশ্ন, হেমার আলাদা প্রার্থনাসভা ঘিরে চর্চা