মেয়ের প্রথম জন্মদিনে তাকে নিজের হাতে কেক বানিয়ে খাওয়ালেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন! যে ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ভাগ করে নিতেও ভুললেন না অভিনেত্রী। গতবছর কন্যা সন্তান দুয়ার জন্ম দিয়েছেন তিনি। তবে এখনও পর্যন্ত সকলের কাছ থেকে তাকে দূরে সরিয়ে রেখেছেন।
মেয়ের পায়ের ছবি ছাড়া কোনো ছবি পোস্ট করেননি সোশ্যাল মিডিয়ায়। যার ফলে দর্শকদের মধ্যে কৌতূহল বেড়ে গিয়েছে বহুমাত্রায়। প্রত্যেকেই দুয়ার এক ঝলক দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন। তবে কবে তিনি ছবি পোস্ট করবেন সেই বিষয়ে কিছুই খোলসা করে জানাননি। দেখতে দেখতে এক বছর পূর্ণ করলো দুয়া।
আরও পড়ুন,
দেশের আগামী উপরাষ্ট্রপতি হতে চলেছেন NDA প্রার্থী সিপি রাধাকৃষ্ণন, কবে নিতে চলেছেন শপথ?
সোশ্যাল মিডিয়ায় একটি চকোলেট কেকের ছবি পোস্ট করেছেন দীপিকা। যার ক্যাপশনে লেখা, ‘আমার ভালোবাসার ভাষা? মেয়ের প্রথম জন্মদিনে তার জন্য নিজের হাতে কেক বানানো।’ যা দেখার পর ভালোবাসায় ভরিয়ে তুলেছেন বলিউডের অন্যান্য তারকা থেকে শুরু করে ভক্তরা।
আরও পড়ুন,
অর্ডার ছাড়া বর্ডার ক্রস কাঞ্চন-শ্রীময়ীর! ক্যামেরার সামনেই মেতে উঠলেন চুম্বনে
প্রত্যেকেই এই বিশেষ দিনের জন্য ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন দুয়াকে। এখানেই শেষ নয় অনেকে অভিনেত্রীর কাছে আবদার করেছেন দুয়ার ছবি দেখানোর জন্য। উল্লেখযোগ্য, গত বছরের ৮ই সেপ্টেম্বর কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন দীপিকা। সোশ্যাল মিডিয়া সেই খবর জানাতেই শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছিল।
তার ঠিক দু’মাস পর নভেম্বর মাসে কন্যা সন্তানের নাম প্রকাশ্যে এনেছিলেন তিনি। আর সেখানে দুয়ার পায়ের ছবি দেখা গিয়েছিল। বহুবার তাকে মেয়েকে প্রকাশ্যে আনার কথা বলা হলেও তিনি তাকে এখনো জনসমক্ষে আনেনি। কবে মেয়েকে সকলের সামনে আনবেন তা একমাত্র দীপিকা এবং তার স্বামী রণবীর সিংই জানেন।