সকালে ঘুম ভাঙতেই ঘর পরিষ্কারের মানুষ হাজির। তারপর রান্নাঘরের দিকে ছুটে রান্নাবান্নার নির্দেশ—কোনটা রান্না হবে, ফ্রিজে কী আছে, ঘাটতি থাকলে অফিস ফেরার পথে বাজার করতে হবে। এর মধ্যেই বাড়ির চিরাচরিত সমস্যা—জলের পাম্পে গোলমাল, চিমনির সমস্যা, কল নষ্ট, বিদ্যুতের সংযোগে ঝামেলা—সবই সামলাতে হয়। বিল পেমেন্ট, সন্তানের দেখভাল, তার পর অফিসে গিয়ে বসের বকুনি—একই সঙ্গে সব সামলানো সহজ নয়।

এই সমস্ত দায়িত্ব সাধারণত বাড়ির কর্ত্রী বা তাঁর অভাবে কর্তাকেই সামলাতে হয়। কিন্তু যদি এমন কেউ থাকেন, যিনি আপনার হয়ে এই সব কাজ দেখভাল করবেন? আর এই কাজ করেই যদি মাসে লক্ষ টাকা পর্যন্ত উপার্জন সম্ভব হয়? বাস্তবে এমনটাই ঘটছে।
সাহিল ব্লুমের পোস্টে চমক
সম্প্রতি নিউ ইয়র্ক টাইমস-স্বীকৃত ভারতীয় বেস্টসেলিং লেখক সাহিল ব্লুম তাঁর এক্স হ্যান্ডলে বিজ্ঞাপন দেন—তিনি এমন কাউকে খুঁজছেন, যিনি তাঁর বাড়ির সব রোজকার কাজ সামলাবেন। আর এর জন্য তিনি দিতে রাজি মাসে ৫০০ ডলার—ভারতীয় মুদ্রায় প্রায় ৪৫,০০০ টাকা। অনেক কর্পোরেট সংস্থায় এমবিএ পাশ তরুণ-তরুণীদের প্রাথমিক বেতনও এতটা হয় না।
কিন্তু এখানেই শেষ নয়। বাড়ি সামলানোর এই পেশার মূল্য আরও অনেক বেশি হতে পারে—যেমনটি জানালেন আইআইটি-শিক্ষিত এক তরুণ।
মাসে এক লক্ষ টাকার হোম ম্যানেজার
আইআইটি-গ্র্যাজুয়েট আমন গোয়েল, যিনি তাঁর স্ত্রীর সঙ্গে একটি সংস্থার সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও। দু’জনই এতটাই ব্যস্ত যে বাড়ির কাজ সামলানোর সময় পান না। তাই তাঁরা নিয়েছেন ২৪ ঘণ্টা কাজ করা উচ্চশিক্ষিত হোম ম্যানেজার, যাঁকে তাঁরা দেন মাসে এক লক্ষ টাকা বেতন।
আমনের ভাষায়—
“ইনি আমাদের মেনু প্ল্যান থেকে শুরু করে পোশাক গুছিয়ে দেওয়া, বাড়ির মেরামতি করানো, কাপড় কাচা—এমনকি বাজার করাও সামলে দেন।”
তাঁদের বাড়িতে আলাদা পরিচারক, রাঁধুনি এবং বৃদ্ধ বাবা-মা থাকলেও সারা বাড়ির মূল দায়িত্ব থাকে ওই ম্যানেজারের উপর।
হোটেল অপারেশন হেড থেকে হোম ম্যানেজার
এই হোম ম্যানেজার আগে একটি হোটেলে অপারেশনস হেড হিসেবে কাজ করতেন। অর্থাৎ তিনি উচ্চশিক্ষিত এবং প্রশিক্ষিত। তাঁর কাজের পরিধি অনেক, তাই তার মূল্যও বেশি।
আমনের মতে—
“আমাদের ব্যবসা বাড়ানোর জন্য সময় খুব মূল্যবান। তাই এক লক্ষ টাকা খরচ হলেও আমরা নিশ্চিন্ত থাকতে পারছি।”
তিনি আরও জানান, এই বেতন তিনি দেন তাঁর ব্যক্তিগত উপার্জন থেকে, সংস্থার নয়।
সমালোচনা ও প্রশংসা—উভয়ই
সমাজমাধ্যমে বিষয়টি নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে।
কেউ জানতে চাইছেন—হোম ম্যানেজার হওয়া যায় কীভাবে? কাজ পাওয়া যাবে কোথায়?
আবার কেউ সমালোচনা করে বলেছেন—এ ধরনের লোকজনই সংস্থার টাকা উড়িয়ে দেন, যদিও আমন তা অস্বীকার করেছেন।
নতুন যুগের নতুন পেশা
শহুরে ব্যস্ত জীবনে বাড়ির অন্দরমহলের পূর্ণ দায়িত্ব নেওয়া একটি বিশেষজ্ঞ পেশা হয়ে উঠছে।
হোটেল ম্যানেজমেন্ট, অপারেশনস ও প্রশাসনিক দক্ষতা থাকলে এই কাজ এখন উচ্চ বেতনের সুযোগ তৈরি করছে।
একসময় যে কাজ অদৃশ্য শ্রম হিসেবে বিবেচিত হত, আজ তা পেশাদার রূপে প্রতিষ্ঠিত হচ্ছে—আর তার বাজারমূল্যও বাড়ছে দ্রুতগতিতে।
আরও পড়ুন,
Trolley bag: ট্রলি ব্যাগের কম্বিনেশন লক খুলছে না? জেনে নিন সমাধান
