বাংলা ভাষায় মুক্তি পেলো না ‘পুষ্পা ২ – দ্য রুল’, চরম হতাশা শিল্পীদের

সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত দক্ষিণী ছবি ‘পুষ্পা ২ – দ্য রুল’। ছবিটি মুক্তির আগেই বোঝা গিয়েছিল এটি নিয়ে মানুষের মধ্যে উন্মাদনা চরমে। ছবি মুক্তির পর তার প্রমাণ পাওয়া গিয়েছে হাতনাতে। ইতিমধ্যে কয়েকশো কোটি টাকা ব্যবসা করে ফেলেছে ছবিটি। ছবিটি মুক্তির আগে জানা গিয়েছিল বেশ কয়েকটি আঞ্চলিক ভাষায় মুক্তি পেতে চলেছে ছবিটি। যার মধ্যে রয়েছে হিন্দি, তামিল, কন্নড়, মালয়ালম এবং বাংলা।

আর সেই কারণে তড়িঘড়ি বাংলা শিল্পীদের দিয়ে গান গাওয়ানো হয়। এছাড়া ডাবিং-এর কাজ শেষ করা হয়। বাংলায় ছবির ট্রেলার প্রকাশ করা হয়। বাংলা শিল্পীদের দিয়ে গাওয়ানো হয় গান। তার মধ্যে রয়েছেন শ্রেয়া ঘোষাল, তিমির বিশ্বাস, উজ্জয়িনী মুখোপাধ্যায় এবং অর্পিতা চক্রবর্তীর মতো শিল্পীরা। এতোকিছুর পরেও ছবিটি বাংলায় মুক্তি পেলো না৷ আর এরপরই উঠেছে একাধিক প্রশ্ন।

ছবির ডাবিং-এর কাজ শুরু হয় নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে। অন্য ভাষার ডাবিং-এর জন্য যে সময় বরাদ্দ ছিল তার থেকে অনেক কম সময় বরাদ্দ ছিল বাংলার ডাবিং-এর জন্য। এরপর হায়দ্রাবাদের একটি সংস্থার অধীনে ডাবিং-এর কাজ শুরু হয়। এরপর তা শ্রীজাত-এর দায়িত্বে এসে পড়ে। বাংলায় ছবির গান থেকে চিত্রনাট্য সবটাই তিনি করেন। এরপর শুরু হয় ডাবিং-এর জন্য কন্ঠস্বরের খোঁজ।

জানা যাচ্ছে, ছবির ডাবিং-এর কাজ যে গতিতে হয়েছে তাতে কাউকে হাসপাতালে ভর্তি করা হয় আবার কেউ কাজের চাপে নিজের বিয়ের প্রস্তুতি ঠিকভাবে নিতে পারেননি। কিন্তু শেষ পর্যন্ত ছবির বাংলা ভার্সন মুক্তি পেলো না৷ আর এতেই আক্ষেপ শিল্পীদের। ছবিতে আল্লু অর্জুনের চরিত্রের জন্য কন্ঠ দিয়েছেন শুভায়ন রায়। রশ্মিকা মন্দানার চরিত্রে কন্ঠ দিয়েছেন দেবশ্রী মুখোপাধ্যায়।

দেবশ্রীর কথায়, “আমাদের রাজ্যে বাংলা ভাষা নিয়ে এতটা অবহেলা কেন, আমি জানি না। ডাবিং ইন্ডাস্ট্রি নিয়ে কেউই ভাবেন না। পায়ের নীচে জমি শক্ত নয় বলে সেই ভাবে আমরা প্রতিবাদও করতে পারি না!” ছবিতে ফওয়াদ ফাসিলের চরিত্রে কন্ঠ দিয়েছেন অর্ঘ্যমাল্য। তারা কেউই এখনও পারিশ্রমিক পাননি, তবে আগামী কয়েক দিনের মধ্যে পেয়ে যাবেন বলে জানিয়েছেন তারা।

তবে অনেকের মতে, বাংলা ভার্সনে ‘পুষ্পা ২ – দ্য রুল’ ছবিটি মুক্তি পেলে যারা ডাবিং করেছেন কিংবা বাংলা ভার্সনে ছবিটির মুক্তির জন্য কঠোর পরিশ্রম করেছেন তাদের পরিশ্রম কাজে আসতো এবং তারা তাদের কাজের মধ্যে দিয়ে মানুষের কাছে পরিচিতি পেতেন। তাই এত বড় মাপের একটি ছবিতে বাংলা ডাবিং-এ মুক্তি না পাওয়ায় আগামী দিনে দক্ষিণী ছবির বাংলা সংস্করণ নিয়েও যে ধোঁয়াশা রয়ে গেল তা বলাই বাহুল্য।

error: Content is protected !!