দেবের জন্য অন্য ছেলেদের পাত্তা দিচ্ছে না মেয়েরা! এমনই অভিযোগ করে বসলেন এক ভক্ত। সম্প্রতি লন্ডন ভ্রমণের আরো কয়েকটি ছবি পোস্ট করেছেন দেব। যা দেখার পর কমেন্টবক্সে এমনই মন্তব্য করতে দেখা গিয়েছে এক ভক্তকে।
আসলে তিনি যে ছবিগুলো পোস্ট করেছেন তা ঝড় তুলেছে মহিলাদের বুকে। অনেকের মতে দেব যেন ক্রমাগত উষ্ণতা বাড়িয়ে তুলছেন। কারণ তার হটনেস দিনের পর দিন বাড়ছে। সপরিবারে লন্ডনে বেড়াতে গিয়েছিলেন এই অভিনেতা। ইতিমধ্যে সেখানকার একগুচ্ছ ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।
এর আগে বাবা-মায়ের বেশ কিছু ছবি ভাগ করে নিয়েছেন সকলের সাথে। এবার পোস্ট করছেন নিজের ছবি। সম্প্রতি যে ছবিগুলো তিনি পোস্ট করেছেন সেখানে তাকে দেখা দিয়েছে ধূসর রংয়ের হাইনেক টি শার্ট এবং একই রংয়ের ব্লেজার পরিহিত অবস্থায়। সাথে চোখে রয়েছে কালো সানগ্লাস।
একাধিক ভঙ্গিমায় তাকে পোজ দিতে দেখা গিয়েছে। আর নেপথ্যে বেজে চলেছে সেই জনপ্রিয় গান ‘কী করে তোকে বলবো’। তাকে এই লুকে দেখার পর রীতিমত মুগ্ধ হয়ে গিয়েছেন ভক্তরা। কেউ কেউ লিখেছেন, ‘কী করছো গুরুদেব। বয়স তো কমছে।’ আবার কেউ এও লিখেছেন, ‘এতো হটনেস মেনে নেওয়া যায় না।’
এখানেই শেষ নয়। এক ভক্ত এও অভিযোগ তুলেছেন যে তার জন্যই মেয়েরা তাকে পাত্তা দেয় না। এক কথায় বলতে গেলে তার এই ছবিগুলি দেখে অনুরাগীরা অভিভূত। অন্যদিকে আগামী মাসেই মুক্তি পেতে চলেছে তার দীর্ঘ প্রতীক্ষিত সিনেমা ‘ধূমকেতু’। যেখানে শেষবারের মতোন একসাথে অভিনয় করেছেন জনপ্রিয় জুটি দেব-শুভশ্রী।