‘ধূমকেতু’ সংক্রান্ত একাধিক পোস্ট দেখার পর দর্শকদের একটাই মতামত পুরনো প্রেমকে এখনো ভুলতে পারেননি দেব। যতই তারা নিজেদের জীবনে এগিয়ে যাক না কেন কোথাও যেন একটা পরিণতি না পাওয়ার কষ্ট রয়ে গিয়েছে। যা খুব সহজেই আঁচ করতে পারছেন ভক্তরা।
দীর্ঘ ৯ বছর পর ফের পর্দায় দেখা যাবে দেব-শুভশ্রীকে। এই জুটিকে নিয়ে কী পরিমাণ উত্তেজনা ছিল ভক্তদের মনে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তাদের সম্পর্ক ভাঙার পর মন ভেঙেছিল ভক্তদেরও। প্রত্যেকের মনে আক্ষেপ ছিল আর হয়তো কোনদিনও এই দু’জনকে একসাথে দেখতে পারবেন না তারা।
তবে সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। এই মাসেই মুক্তি পেতে চলেছে তাদের অভিনীত শেষ সিনেমা ‘ধূমকেতু’। যদিও এতোদিন এই সিনেমা কী কারণে মুক্তি পায়নি তা জানা যায়নি। তবে সেসব কথা ভুলে এখন সিনেমা মুক্তির আনন্দে মেতেছেন সকলে। এরই মাঝে একাধিক ছবি পোস্ট করছেন দেব ও শুভশ্রী।
দেবের পোস্ট করা ছবিতে দেখা যায় তাদের শ্যুটিংয়ের সময়কার নানান মুহূর্ত। তারই মাঝে একটি ছবিতে হাস্যরত অবস্থায় দেখা গিয়েছে শুভশ্রীকে। যা দেখার পর নানান মন্তব্য করেছেন নেটিজেনরা। কেউ কেউ বলেছেন, ‘দেব এখনও শুভশ্রীকে ভালোবাসেন।’ আবার কেউ কেউ বলছেন, ‘দেব শুভশ্রীর ছবি পোস্ট করছেন বিশ্বাসই হচ্ছে না।’
এখানেই শেষ নয় কেউ কেউ বর্তমান প্রেমিকার রুক্মিণীকেও টেনে এনেছেন। বলেছেন, ‘এই ছবি দেখার পর রুক্মিণীদির কী মতামত?’ সবমিলিয়ে বলতে গেলে ‘ধূমকেতু’ সংক্রান্ত পোস্টগুলি এখন আলোচনার বিষয় হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। অন্যদিকে আগামীকাল মুক্তি পেতে চলেছে সিনেমার ট্রেলার।