বিশেষ বান্ধবী রুক্মিণী মৈত্রের হাত ধরে ‘খাদান’ সিনেমার সাফল্য পার্টিতে হাজির হলেন অভিনেতা দেব! যে ভিডিও এখন তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। প্রত্যেকেই তাদের শুভেচ্ছা জানিয়েছেন এই সিনেমার সাফল্যের জন্য। কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে দেবের সিনেমা ‘খাদান।’
বর্তমানে এই সিনেমা ঘিরে উচ্ছ্বাস চোখে পড়ার মতোন। মুক্তি পাওয়ার পরপরই সেটি রীতিমতো ঝড় তুলেছে বক্স অফিসে। সমস্ত রেকর্ড ছাড়িয়ে সেটি তার ব্যবসা চালিয়ে যাচ্ছে। আর আমরা সকলেই জানি সিনেমা সফল হলে তার জন্য পার্টির আয়োজন করে থাকেন নির্মাতারা।
সম্প্রতি সেরকমই এই সিনেমার সাফল্য পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানেই হাত ধরে ঢুকতে দেখা যায় দেব এবং তার বান্ধবীকে। এদিন অভিনেত্রীর পরনে ছিল লাল রঙের শাড়ি। এই সাজে অসাধারন লাগছিল তাকে দেখতে। দু’জনের রসায়নও ছিলো চোখে পড়ার মতোন।
যদিও অনেকেই তাদের দেখে সমালোচনা করতেও ছাড়েননি। যেমন ভক্তদের একাংশ লিখেছেন, রুক্মিণী মোটেই অভিনয় করতে পারেন না তাই তাকে যেন সিনেমার কোনো অংশে না রাখা হয়। শুধু তাই নয় সেখানে টেনে আনা হয় বিনোদিনী প্রসঙ্গকেও।
একজন লিখেছেন, বিনোদিনী সিনেমায় বাকিদের অভিনয় অসাধারণ, তবে রুক্মিণী একটুও ভালো অভিনয় করতে পারেননি। তাই তাকে যেন কোনো সিনেমায় না নেওয়া হয়। আসলে কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে নটী বিনোদিনীর কাহিনী অবলম্বনে তৈরি সিনেমা। যেখানে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে এই অভিনেত্রীকে। এই সিনেমায় ফুটে উঠেছে নটী বিনোদিনীর অদম্য লড়াইয়ের কাহিনী।
আরও পড়ুন,
*নায়িকাদের বেশি সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকতে নেই! হঠাৎ এমন কেন বললেন ইশা? জানুন