তার বিশেষ দিনের উদযাপনে উপস্থিত থাকার জন্য নুসরত জাহানকে অশেষ ধন্যবাদ জানালেন অভিনেতা দেব! দেখতে দেখতে ২০ বছর তিনি পার করে ফেলেছেন টলিউডে। হাজার চড়াই-উতরাই পেরিয়ে তিনি টলিউডের মেগাস্টার। সম্প্রতি দুই দশক উদযাপন করেছেন বেশ অন্যরকমভাবে।
এদিন সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার সমস্ত সিনেমার নায়িকা থেকে শুরু করে পরিচালকেরা। তার মধ্যেই ছিলেন নুসরত জাহান। প্রত্যেক অভিনেত্রীর সাথে একটি করে পারফরমেন্স করেছেন তিনি। নাচে, গানে হৈ-হুল্লোরে এদিন জমজমাট হয়ে উঠেছিল মেগাস্টারের দুই দশক উদযাপন।
সম্প্রতি তারই কয়েকটি ছবি পোস্ট করে দেব লিখেছেন, ‘আমাদের এই দিনটিকে বিশেষ করে তোলার জন্য ধন্যবাদ নুসরত। আমার কাছে এটা ভীষণই অর্থবহ।’ নুসরত এবং দেব বেশ কয়েকটি সিনেমায় একসঙ্গে কাজ করেছেন যার মধ্যে অন্যতম হলো ‘লাভ এক্সপ্রেস’, ‘খোকা ৪২০’।
দুই প্রিয় তারকাকে একসঙ্গে দেখে আপ্লুত হয়ে পড়েছিলেন ভক্তরা। অন্যদিকে নুসরত ছাড়াও এদিন সেখানে উপস্থিত ছিলেন পূজা ব্যানার্জি, শ্রাবন্তী চ্যাটার্জী, কোয়েল মল্লিক থেকে শুরু করে অন্যান্যরা। তবে অবাক করা বিষয় হলো সেখানে কিন্তু শুভশ্রীকে দেখা যায়নি। যা আবার নতুন জল্পনার সৃষ্টি করেছে।
কারণ, কিছুদিন আগেই সব মান-অভিমান ভুলে ‘ধূমকেতু’র প্রচারে একসঙ্গে দেখা গিয়েছিল তাদের। এমনকি সোশ্যাল মিডিয়ায় একে অপরকে ফলো করতেও শুরু করেছিলেন তারা। তবে শুভশ্রী সেখানে কেন এলেন না সেটাই এখন বড়ো প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে এই অনুষ্ঠানেই লঞ্চ হয়েছে ‘রঘু ডাকাত’এর ট্রেলার।
আরও পড়ুন,
স্বামীর উদ্দেশ্য বিশেষ ইঙ্গিত শ্রীময়ীর! ভাগ করে নিলেন সেই ভিডিও

