সকাল সকাল মালদা পৌঁছে গেলো গোটা ‘দেবী চৌধুরানী’র টিম। মালদা স্টেশনে ফুলের মালা দিয়ে বরণ করা হলো তাদের। সম্প্রতি সেই ভিডিও উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। ‘রঘু ডাকাত’কে টেক্কা দিতে কোমর বেঁধে নেমে পড়েছেন প্রসেনজিৎ, শ্রাবন্তীরা। সম্প্রতি শুরু হয়েছে রঘু ডাকাতের বেঙ্গল ট্যুর।
যার মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে আসন্ন সিনেমার প্রচার চালাবেন কলাকুশলীরা। আর এই প্রতিযোগিতায় এবার পিছিয়ে নেই ‘দেবী চৌধুরানী’র দলও। ‘রঘু ডাকাত’ টিমের মতো তারাও এবার পৌঁছে গিয়েছেন মালদায়। একইভাবে ট্রেনে করে উত্তরবঙ্গ পৌঁছেছেন তারা।
স্টেশনে নামতেই তাদের এক ঝলক দেখার জন্য রীতিমতো ভীড় উপচে পড়েছিল। ফুলের মালা দিয়ে তারকাদের সম্বর্ধনা জানিয়েছেন ভক্তরা। এমনকি প্রসেনজিতের জন্য হাতে মহানায়ক লেখা প্ল্যাকার্ড নিয়ে গিয়েছিলেন অনেকে। কড়া নিরাপত্তার বেড়াজালে স্টেশন চত্বরে সকলের সাথে দেখা করেন তিনি।
এর আগে কলকাতার রাস্তায় ঘোড়ার পিঠে চড়ে প্রচার চালিয়েছিলেন সকলে, যার নাম দেওয়া হয়েছিল ‘জয় ভৈরবী’ যাত্রা। এবার তার নাম নিয়ে শিয়ালদা থেকে যাত্রা শুরু করেছিলেন গত রাতে। যেখানে শ্রাবন্তীকে বলতে শোনা গিয়েছিল ডাকাতির উদ্দেশ্যে তারা ট্রেনে উঠেছেন। তবে সেটা মানুষের ভালোবাসা ও মন ডাকাতি করতে।
তবে এই বিষয়টি দেখার পর অনেকে সমালোচনা করতেও ছাড়েননি। কেউ কেউ বলেছেন ‘রঘু ডাকাত’ দলের দেখাদেখি তারাও এরকম প্রচার শুরু করেছেন। কারণ, এর আগে কখনোই রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে প্রচার করতে দেখা যায়নি তাদের। ফলস্বরূপ, কোন সিনেমাটিকে বেশি পছন্দ করবেন দর্শকেরা তা দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।