দেবের কেরিয়ারের ২০ বছর, আমন্ত্রণ পাননি জিৎ ! কী জবাব দিলেন দেব?

চলতি বছর টলিপাড়ায় নিজের কেরিয়ারের ২০ বছর পূর্তি উদযাপন করেছেন সুপারস্টার দেব। বহু প্রতীক্ষিত ছবি ‘রঘু ডাকাত’ মুক্তির আগেই বড় করে আয়োজন করা হয় এই বিশেষ অনুষ্ঠান। সেই মঞ্চ থেকেই প্রকাশ্যে আসে ছবির ট্রেলারও। দেবের দীর্ঘ অভিনয়যাত্রার স্মরণীয় মুহূর্তগুলিকে উদযাপন করতেই এই আয়োজন, যেখানে তাঁর কেরিয়ারের বিভিন্ন পর্বে পাশে থাকা অভিনেত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছিল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোয়েল মল্লিক, নুসরত জাহান, সোহিনী সরকার, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ইধিকা পাল-সহ দেবের একাধিক ছবির জনপ্রিয় নায়িকারা। তবে সকলের নজর কেড়েছিল একটি বিষয়—দেবের কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ছবি ‘দুই পৃথিবী’-র সহঅভিনেতা জিৎ-এর অনুপস্থিতি। বাংলা ছবির প্রেমীদের কাছে আজও স্মরণীয় ‘দুই পৃথিবী’, ফলে জিৎকে না দেখায় স্বাভাবিকভাবেই শুরু হয় জল্পনা।

এই প্রসঙ্গে কিছুদিন আগে ‘আনন্দলোক’-কে দেওয়া সাক্ষাৎকারে জিৎ স্পষ্টভাবে জানান, তাঁকে নাকি এই অনুষ্ঠানে আমন্ত্রণই জানানো হয়নি। অভিনেতার কথায়, “আমার বলতে খারাপ লাগছে। প্রশ্নটা করলেন বলে বলছি। আমাকে নিমন্ত্রণ করা হয়নি। তাই যাইনি।” জিতের এই মন্তব্যের পরেই বিষয়টি আরও আলোচনায় আসে।

এবার সেই দাবির প্রেক্ষিতে মুখ খুললেন দেব। ‘সিটি সিনেমা’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হলে দেব প্রথমেই বলেন, “প্রথম কথা, একটা মানুষ নিজের মতো করে একটা প্রশ্নের উত্তর দিয়েছেন। কিন্তু তিনি তো কোনও দিন এটা বলেননি যে, দেবকে গিয়ে জিজ্ঞাসা করো। তাহলে আমি কেন উত্তর দেব?” দেবের এই বক্তব্যে স্পষ্ট, তিনি প্রকাশ্যে এই বিতর্কে জড়াতে আগ্রহী নন।

এরপর দেব আরও যোগ করেন, “আমার কাছে জিৎদার ফোন নম্বর রয়েছে। তাই আমার যদি ওঁর প্রসঙ্গে কোনও কিছু বলার থাকে তবে আমি জিৎদাকে নিজে ফোন করে বলে দেব।” অর্থাৎ, সহকর্মী অভিনেতাকে নিয়ে কোনও বক্তব্য থাকলে তা ব্যক্তিগতভাবেই জানাতে চান দেব, জনসমক্ষে নয়।

উল্লেখ্য, শুধু জিৎ নন, দেবের এই ২০ বছর পূর্তি অনুষ্ঠানে তাঁর সমসাময়িক বহু অভিনেতাকেও দেখা যায়নি। মূলত দেবের নায়িকাদের উপস্থিতিই নজরে পড়ে। তবে সেখানেও সব নায়িকার উপস্থিতি ছিল না। দেবের প্রথম হিট ছবি ‘আই লাভ ইউ’-এর নায়িকা পায়েল সরকার অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। যদিও পায়েল নিজেই জানিয়েছেন, তিনি আমন্ত্রণ পেয়েছিলেন, কিন্তু সেই সময় কলকাতার বাইরে থাকায় উপস্থিত হতে পারেননি।

আরও পড়ুন
Kanchan-Sreemoyee: সিঙ্গাপুরে গিয়ে অভিনেত্রী ঋতুপর্ণার সাথে বিশেষ সন্ধ্যা কাটালেন কাঞ্চন ও শ্রীময়ী

আরেক উল্লেখযোগ্য অনুপস্থিতি ছিল শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। সেই সময় দেবের একটি মন্তব্য ঘিরে শুভশ্রীকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। সেই কারণেই কি তাঁর অনুপস্থিতি—তা অবশ্য এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন
‘জুবিনের মতো মানুষকেও খুন করল!’—সিটের ২,৫০০ পাতার চার্জশিটে চাঞ্চল্য, কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী গরিমা

সব মিলিয়ে দেবের কেরিয়ারের ২০ বছর পূর্তি অনুষ্ঠান যেমন স্মরণীয় মুহূর্তে ভরপুর ছিল, তেমনই কিছু অনুপস্থিতি ও আমন্ত্রণ-বিতর্ক নতুন করে আলোচনার জন্ম দিয়েছে টলিপাড়ায়।

আরও পড়ুন
২০২৬ কার—প্রেম না মহাকাব্যের? নতুন বছরে বলিউডের জুটি-যুদ্ধ

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক