‘ধোনির সাথে আমি ১০ বছর ধরে কথা বলি না!’.. বোমা ফাটালেন হরভজন

দীর্ঘ ১০ বছর একে অপরের সাথে কথা বলেন না ভারতীয় ক্রিকেট দলের জনপ্রিয় দুই ক্রিকেটার হরভজন সিং এবং মহেন্দ্র সিং ধোনি! কি অবাক হচ্ছেন তো? তবে সম্প্রতি একটি সাক্ষাৎকার তেমনই বোমা ফাটিয়েছেন হরভজন। জানিয়েছেন দীর্ঘ সময় তাদের কথা নেই।

হরভজন বলেন, ‘না আমি ধোনির সাথে কথা বলি না। যখন আমি আইপিএলে এক দলের হয়ে খেলেছি তখন কথা বলেছি। কিন্তু তাছাড়া আমরা কোনো কথা বলিনি। বর্তমানে ১০ বছর বা তার বেশি হয়ে গিয়েছে। আমার কোনো কারণ নেই যদিও তার থাকতে পারে। তবে আমি জানি না কী কারণ রয়েছে।’

তিনি বলেন যখন তারা ‘সিএসকে’এর হয়ে আইপিএলে খেলতেন তখন কথা বলতেন। তবে শুধুমাত্র মাঠেই। তারপরে ধোনি তার ঘরে আসেননি এবং তিনিও যাননি। এই কথা শোনার পর রীতিমতো হতবাক হয়ে গিয়েছেন ক্রিকেটপ্রেমীরা। কারণ, এতোদিন পর্যন্ত এই বিষয়ে কিছুই জানতেন না তারা।

এখানেই শেষ নয় হরভজন আরো বলেন, ‘আমার তার বিরুদ্ধে কিছুই বলার নেই। তবে তার কিছু যদি বলার থাকে তিনি আমাকে বলতে পারেন। কিছু বলার থাকলে তিনি এখনই বলতে পারেন। আমি কখনোই তার সাথে যোগাযোগ করার চেষ্টা করিনি। কারণ, আমি তাদের সাথে কথা বলি যারা আমার ফোন ধরেন।’

‘তাছাড়া আমারও সময় নেই। আমি শুধুমাত্র আমার বন্ধুদের সাথেই সময় কাটাতে পছন্দ করি। যে কোনো সম্পর্কে দেওয়া-নেওয়া দুটোই দরকার। যদি আমি তোমাকে সম্মান করি তাহলে আমি আশা করবো তুমিও আমাকে সম্মান করবে। কিন্তু আমি তোমাকে যদি একবার বা দু’বার ফোন করি এবং তুমি কোনো প্রতিক্রিয়া না দাও তাহলে শুধুমাত্র আমি দরকারেই কথা বলবো।’

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক