দশ বছরে পাল্টে গিয়েছে কতকিছু! ‘ধূমকেতু’ মুক্তির আগে ফিরে দেখা দেব ও শুভশ্রী জুটির সম্পর্কের সমীকরণ

দীর্ঘ ১০ বছরের অপেক্ষা। অবশেষে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ‘ধূমকেতু’। নানান জটিলতায় আটকে থাকা ছবিটি অবশেষে মুক্তি পেতে চলেছে স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন। দীর্ঘ দশ বছর পর প্রেক্ষাগৃহে হাজির হবেন দেব ও শুভশ্রী জুটি। যে জুটি এক দশক আগে বাঙালি ছেলেমেয়েদের মাতিয়ে রেখেছিল। একের পর এক সিনেমায় অভিনয়, গান ও নাচে ভরিয়ে রেখেছিল সেই কচিকাঁচাদের কৈশোর বেলা। দেখতে দেখতে দশ বছর পেরিয়ে গিয়েছে।

জনপ্রিয় জুটির শেষ ছবি মুক্তি পায়নি। অবশেষে সেই অপেক্ষার অবসান। ছবিটি পরিচালনা করেছেন কৌশিক গাঙুলি। এই ছবির ট্রেলার মুক্তির দিন দীর্ঘ দশ বছর পর দেখা হয়েছিল দেব ও শুভশ্রী একেবারে মুখোমুখি। নাচে, গানে ও নানান কথায় কেটেছিল গত সোমবারের সন্ধ্যা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে। সেই অনুষ্ঠানে দর্শকদের মাতামাতি দেখেই আন্দাজ করা গিয়েছিল পুরোনো জুটিকে ফিরে পেতে চায় দর্শক।

যদিও দেব ও শুভশ্রীর বড় পর্দায় জুটি হয়ে আসা রাজ চক্রবর্তী পরিচালিত ছবি ‘চ্যালেঞ্জ’-এর মধ্যে দিয়ে। ২০০৯ সালে রাজ চক্রবর্তী পরিচালিত ‘চ্যালেঞ্জ’ ছবিতে অভিনয় করে দেব ও শুভশ্রী বিপুল জনপ্রিয়তা অর্জন করেন। এরপর একের পর এক ছবিতে অভিনয় করে গিয়েছেন তারা। সেই বছর ফের আরও একটি ছবি উপহার দেন রাজ চক্রবর্তী। ‘পরান যায় জ্বলিয়া রে’ ছবিতে দেব ও শুভশ্রীর সম্পর্কের সমীকরণ এক আলাদা মাত্রা নেয়।

জানা যায়, এই ছবিতে অভিনয়ের মধ্যে দিয়ে ধীরে ধীরে বাস্তবেও প্রেমে পড়েছিলেন দেব ও শুভশ্রী। এরপর ২০১১ সালে ‘রোমিও’ ও ২০১২ সালে ‘খোকাবাবু’ ছবিতে। সেইসময় অনুরাগীরা ভাবতেন দেব ও শুভশ্রী হয়তো একটি সুখবর দিয়ে সকলকে চমকে দেবেন। কিন্তু সেই সুখবর আর দেওয়া হয়ে ওঠেনি। জানা যায়, জনপ্রিয় এক মডেলের প্রেমে পড়েন দেব। আর সেই খবর কানে যায় শুভশ্রীর।

এরপর থেকে বাস্তব জীবনের সম্পর্ক মরচে ধরে তাদের। অবশেষে কৌশিল গাঙুলি অভিনীত ‘ধূমকেতু’ ছবির মধ্যে দিয়ে শেষ হয় দেব ও শুভশ্রী জুটির সিনেমা ঝড়৷ তারপর কেটে গিয়েছে প্রায় ১০ বছর। নৈনিতালের পাহাড়ি আঁকাবাকা পথে হয়ে চলা শ্যুটিং-এর দৃশ্য যেনো এখনও তরতাজা। কালের নিয়মে আটকে থাকা ছবিটি অবশেষে নানান বাধাবিপত্তি পেরিয়ে মুক্তি পেতে চলেছে আগামী বৃহস্পতিবার।

error: Content is protected !!