“এই দেশ কারোর বাবার নয়”, কী প্রসঙ্গে বললেন দিলজিৎ দোসাঞ্জ?

দেশ জুড়ে ‘দিল লুমিনাটি ট্যুর’ করছেন জনপ্রিয় পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জ। কলকাতার পর বেঙ্গালুরুর কনসার্টে তার গান শ্রোতাদের মুগ্ধ করেছে। নির্বিঘ্নে দুই জায়গার কনসার্ট শেষ হয়েছে। কিন্তু ফের গোলযোগ বাঁধল দিলজিৎ-এর ইন্দোরের কনসার্টে। গায়কের অনুষ্ঠানে মদ বিক্রি বা মাংস খাওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করল বজরং দল।

দিলজিৎ-এর কনসার্ট শুরু হওয়ার আগে তার কনসার্টে যাতে মদ বা মাংস বিক্রি না হয় তা নিশ্চিত হওয়ার কথাও বলে বজরং দল। সকলকে গায়ক মঞ্চে উঠে মিষ্টি কথায় যেনো জবাব দিলেন। যদিও অনুষ্ঠানের আগে দিলজিৎ-এর কনসার্টের জন্য তাদের তেলেঙ্গানা সরকারের তরফে আইনি নোটিশ ধরানো হয়।

কিন্তু বজরং দল ও তেলেঙ্গানা সরকারকে মঞ্চে উঠে জবাব দিলেন গায়ক। ইন্দোরের জনপ্রিয় কবি রাহাত ইন্দোওরির কবিতার পঙক্তি ধার করে তা মঞ্চে উঠে বলেন দিলজিৎ। তাকে বলতে শোনা যায়, “সভি কা খুন হ্যায় ইস্ মিট্টি মে শামিল, কিসি কি বাপ কা হিন্দুস্তান থোড়ি হাঁ?”

এই লাইনের খাঁটি বাংলা তর্জমা করলে দাঁড়ায়, “এই মাটিতে সকলের রক্ত মিশে রয়েছে। এই দেশ কারোর বাবার নাকি?” অর্থাৎ তিনি মিষ্টি কথায় বজরং ও তেলেঙ্গানা সরকারকে বলতে চাইলেন যে তারা চাইলেই কারোর উপর নিয়ম আরোপ করতে পারে না। দিলজিৎ-এর এমন মন্তব্য নেট দুনিয়ায় সকলের মন জয় করে নিয়েছে।

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক