দিলজিৎ-এর কনসার্টে প্রেমিকাকে প্রস্তাব প্রেমিকের, কী করলেন গায়ক?

গোটা দেশ জুড়ে বিভিন্ন শহরে গানের কনসার্ট করছেন পাঞ্জাবি পপ তারকা দিলজিৎ দোসাঞ্জ। দিল্লি, জয়পুর, হায়দ্রাবাদ, আহমেদাবাদ ও লখনউ-এর পর এবার পুণেতে গত ২৪শে নভেম্বর গান দিয়ে মাতিয়েছেন গায়ক। তার কনসার্টে রীতিমতো মানুষের ঢল আছড়ে পড়েছে। প্রতিটি কনসার্টের মতন সেদিনও ছিল প্রচুর মানুষ। দিলজিৎ-এর কনসার্ট মানেই নতুন বিতর্কের সূচনা।

এর আগে দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে সঙ্গীবিহীন মানুষের হাতে জলের বোতল ধরিয়ে দেওয়া হয় বলে বিতর্ক হয়েছিল। এবার পুণেতে আয়োজন করা কনসার্টে যেনো সেই বিতর্ক দূর হলো। কারণ পুণের কনসার্টে এমন এক ঘটনার সাক্ষী থাকল সবাই যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে প্রেমিক ও প্রেমিকার সম্পর্কের মিলন ঘটল।

আর সেই রোম্যান্টিক মূহুর্তের সাক্ষী যেমন থাকলেন সকলে তেমনই গায়ক নিজেও সেই মূহুর্তে আবেগপ্রবণ হয়ে পড়েন। পুণেতে গত ২৪শে নভেম্বরের শো-তে হঠাৎই মঞ্চে উঠে পড়েন এক প্রেমিক। উঠেই সটান তার প্রেমিকাকে প্রস্তাব দেন। পাশেই দাঁড়িয়েছিলেন তাদের প্রিয় দুই শিল্পী। জানা গিয়েছে, ওই যুগল একে অপরের সঙ্গে গত ১৩ বছর ধরে সম্পর্কে রয়েছেন।

এবার সেই সম্পর্ককে পরিণতি দেওয়ার পালা। তাই বিয়ের মন্ডপে যাওয়ার আগে প্রিয় শিল্পীর কনসার্টে একে অপরের সঙ্গে থাকার অঙ্গীকার করলেন তারা। আর প্রেমিকের মুখে একথা শুনে তাকে জড়িয়ে ধরেন দিলজিৎ। পাশাপাশি প্রেমিকাকেও শুভেচ্ছা জানান৷ গোটা ঘটনায় গায়ক নিজেও বেশ খুশি।

তবে এই শো-তে বিতর্ক পিছু ছাড়েনি। জানা যাচ্ছে, মহারাষ্ট্র সরকারের আবগারি বিভাগের তরফে দিলজিতের কনসার্টে মদ পরিবেশনের ছাড়পত্র দেওয়া হয়নি। আর তা নিয়েই তৈরি হয়েছে বিতর্ক।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক