বলিউডের জনপ্রিয় রিয়ালিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র ১৭তম মরশুমে এবার হাজির হচ্ছেন গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্ঝ। অমিতাভ বচ্চনের সঞ্চালিত এই অনুষ্ঠানে সেলেব অতিথিদের তালিকা নিয়ে বরাবরই কৌতূহল থাকে দর্শকদের। এবার সেই কৌতূহলে নতুন মাত্রা যোগ করলেন ‘পাঞ্জাব দি পুত্তর’ দিলজিৎ।
বিশেষ পর্বে প্রতিযোগী হিসেবে হট সিটে বসবেন তিনি, তবে শুধু বিনোদনের জন্য নয়—একটি মানবিক উদ্দেশ্য নিয়েই। জানা গিয়েছে, কেবিসিতে জেতা সমস্ত পুরস্কারমূল্যই তিনি দান করবেন পাঞ্জাবের বন্যার্তদের সহায়তায়।
বিনোদন
Solanki-Gourab: গৌরব চ্যাটার্জির সাথে সোলাঙ্কির ‘মিলন হবে কত দিনে?’ জানুন বিস্তারিত
সম্প্রতি ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়েছে পাঞ্জাবের বহু জেলা। ধ্বংস হয়ে গেছে অসংখ্য বাড়িঘর, চাষের জমি। এখনও বহু মানুষ গৃহহীন, দুর্ভোগের শেষ নেই। এই পরিস্থিতিতেই নিজের রাজ্যের মানুষের পাশে দাঁড়াতে উদ্যোগ নিয়েছেন দিলজিৎ।
উল্লেখ্য, এর আগেও সমাজসেবার কাজে এগিয়ে এসেছিলেন এই জনপ্রিয় শিল্পী। গত সেপ্টেম্বরে পাঞ্জাবের অমৃতসরের ১০টি গ্রাম দত্তক নিয়ে দুর্গতদের জন্য পাঠিয়েছিলেন পানীয় জল, খাবার, ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী।
বুধবার সোশ্যাল মিডিয়ায় নিজের কেবিসি অংশগ্রহণের কথা জানিয়ে দিলজিৎ লিখেছেন— “এটা আমার পাঞ্জাবের জন্য।” তাঁর এই উদ্যোগে আপ্লুত ভক্তরা। ভূমিপুত্রের এমন মানবিক পদক্ষেপে খুশি গোটা পাঞ্জাব।
বিনোদন
Nusrat Jahan: ক্যামেরার সামনেই পোশাক বদলালেন নুসরত জাহান
#KBC #DiljitDosanjh