স্বপ্ন নয় বাস্তব! ঘুম থেকে উঠে বিছানায় শুয়ে বিশ্বকাপের সঙ্গে ‘সেলফি’ রোহিত শর্মার

অবশেষে সেই স্বপ্নের সকাল এলো। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এক নতুন পর্যায়ের সূচনা হলো। আর সেই সূচনার সাক্ষী থাকল গোটা দেশ। স্বপ্নের রাত কাটার পর হলো সেই দীর্ঘ প্রতীক্ষার সুন্দর সকাল। মাথার পাশে রাখা বিশ্বকাপ ট্রফি নিয়ে ঘুম চোখে বিছনায় শুয়েই ইনস্টাগ্রামে ছবি পোস্ট করলেন ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন রোহিত শর্মা।

তার ছবি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে তার ঘুম পুরোপুরি ভাঙেনি। ঘুমে ঢুলুঢুলু অবস্থায় বিশ্বকাপের সঙ্গে ছবি পোস্ট করে রোহিত শর্মা লেখেন, “গুড মর্নিং’। তার মাথার কাছে একটি টেবিলে রাখা রয়েছে বিশ্বকাপটি৷ এই সকালের অপেক্ষা করছিলেন ক্যাপ্টেন৷ তবে শুধু ক্যাপ্টেন নন, গোটা দেশ অপেক্ষা করছিল এই সকালের।

T20 World Cup trophy 1 1719763559972 17197635776232

গত ১৯শে নভেম্বর একেবারে সামনে থেকে হাতছাড়া হয়ে যায় বিশ্বকাপ। ভারতকে হারিয়ে বিশ্বকাপ জিতে নেয় অস্ট্রেলিয়া। এরপর দীর্ঘ কয়েকমাস পর আরও একটি বিশ্বকাপ। এবারের খেলাতেও হাত থেকে প্রায় বেরিয়ে যাওয়া বিশ্বকাপ পাওয়ার আশা যেনো সত্যি হয়ে গেলো। আর আর এই সত্যিই যেনো এখনও অনেকের কাছে স্বপ্নের মতন।

বিশ্বকাপের সঙ্গে একাধিক ছবি পোস্ট করেছেন ক্রিকেট দলের তারকারা। ইনস্টাগ্রামে সূর্যকুমার যাদবের স্ত্রী দেবিশা শেট্টি ছবি পোস্ট করেন। যেখানে দেখা যাচ্ছে স্কাই ও তার মাঝে রাখা রয়েছে ট্রফিটি৷ জসপ্রীত বুমরাহকে দেখা গিয়েছে ট্রফি হাতে। জসপ্রীত সোশ্যাল হ্যান্ডেলে লেখেন, “বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে ঘুম থেকে উঠলাম।”

বুমরাহ-এর স্ত্রী তথা আইসিসির সঞ্চালক সঞ্জনা গণেশন লেখেন, “ভারত বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। আর সেটা হওয়ারই যোগ্য ছিল।” ভারতীয় ক্রিকেটাররা কবে ট্রফি নিয়ে দেশে ফিরবেন তা জানা যায়নি৷ তবে তারা দেশে ফিরে প্রথম সাক্ষাৎ করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে।

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক