ভুল এন্ট্রি সংশোধনের সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন, বাড়ল SIR-এর সময়সীমা

এনুমারেশন ফর্ম ডিজিটাইজ়েশনের সময় বিভিন্ন জায়গা থেকে ভুল তথ্য আপলোডের অভিযোগ বাড়তে থাকায় অবশেষে হস্তক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটারদের ব্যক্তিগত তথ্য এন্ট্রি করার ক্ষেত্রে কোনও ভুল হয়ে থাকলে তা সংশোধনের সুযোগ এবার আনুষ্ঠানিকভাবে দিচ্ছে কমিশন। সোমবারই এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নির্দেশনায় জানানো হয়েছে, বিশেষ নিবিড় সংশোধন (SIR)–এর জন্য অতিরিক্ত যে সময় পাওয়া গিয়েছে, সেই সময়সীমার মধ্যেই সব ধরনের ভুল এন্ট্রি সংশোধনের কাজ শেষ করতে হবে।

সম্প্রতি বেশ কিছু অঞ্চলে অভিযোগ উঠেছিল যে ভোটারদের এনুমারেশন ফর্ম ডিজিটাইজ় করার সময় ব্লো (BLO) ও ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO)-রা ভুল তথ্য আপলোড করছেন। কিছু ক্ষেত্রে অভিযোগ এসেছে যে ব্লিএ (BLA)-দের চাপের মুখে পড়ে ভুল তথ্য এন্ট্রি করতে বাধ্য হচ্ছিলেন মাঠ পর্যায়ের কর্মীরা। এই পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে কমিশন নতুন করে সংশোধনী প্রক্রিয়া চালু করেছে।

কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, সাধারণত শুনানির সময়ে সব তথ্য পুনরায় যাচাই করা হয়। কিন্তু এবার নির্দেশ দেওয়া হয়েছে—যেখানে ভুল এন্ট্রি ধরা পড়বে, তা যেন আগেভাগেই সংশোধন করে ফেলা হয়। এর ফলে খসড়া তালিকা তৈরির সময় সম্ভাব্য বিভ্রান্তি কমবে।

আগেই বিএলও অ্যাপে ‘এডিট’ অপশন চালুর কথা ঘোষণা করেছিল কমিশন। আগে একবার ছবি বা তথ্য আপলোড হয়ে গেলে সেই ত্রুটি সংশোধনের সুযোগ ছিল না। নতুন আপডেটে সেই সীমাবদ্ধতা দূর করা হয়েছে। ফলে ডিজিটাল প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভুলতার মাত্রা বাড়বে বলে মনে করছে কমিশন।

রবিবার জারি করা অন্য একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশেষ নিবিড় সংশোধন (SIR)-এর সময়সীমা সাত দিন বাড়ানো হয়েছে। আগের নির্দেশনায় বলা হয়েছিল, ৪ ডিসেম্বরের মধ্যে সমস্ত এনুমারেশন ফর্ম নির্বাচন কমিশনের পোর্টালে আপলোড করতে হবে। তবে নতুন নির্দেশ অনুযায়ী এই সময়সীমা বাড়িয়ে ১১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।

আরও পড়ুন
SIR: সময়সীমা বাড়ল, সিইও দফতরের কঠোর নির্দেশ, বিশেষ যাচাই বাধ্যতামূলক ৮ ক্ষেত্রে

SIR: সময়সীমা বাড়ল, সিইও দফতরের কঠোর নির্দেশ
SIR: সময়সীমা বাড়ল, সিইও দফতরের কঠোর নির্দেশ, বিশেষ যাচাই বাধ্যতামূলক ৮ ক্ষেত্রে

নতুন সময়সূচি অনুযায়ী

* ১২ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর: খসড়া ভোটার তালিকা প্রস্তুত
* ১৬ ডিসেম্বর: খসড়া তালিকা প্রকাশ
* ১৫ জানুয়ারি পর্যন্ত: খসড়া তালিকা সংক্রান্ত অভিযোগ ও দাবি জানানো যাবে
* ১৬ ডিসেম্বর থেকে ৭ ফেব্রুয়ারি: ইআরও-দের শুনানি, যাচাই ও নিষ্পত্তি
* ১০ ফেব্রুয়ারি: চূড়ান্ত তালিকার অনুমোদন
* ১৪ ফেব্রুয়ারি: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

এই সংশোধিত প্রক্রিয়া ও অতিরিক্ত সময় ভোটার তালিকা তৈরির ক্ষেত্রে স্বচ্ছতা বাড়াবে বলে মনে করছেন কমিশন–কর্তারা। ডিজিটাইজ়েশন–ভিত্তিক ব্যবস্থায় ভুল কমানোর লক্ষ্যেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মহল।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক