অভিনেত্রী-প্রযোজক এনা সাহা জানান, ভাই না থাকলেও বোনদের সঙ্গে ‘বোন ফোঁটা’ পালন করেন। ছোট বোনের জীবনদর্শনও সমর্থন করেন তারা।
টলিউডের অভিনেত্রী ও প্রযোজক এনা সাহা এবার ভিন্নধরণের বোন ফোঁটা উদযাপনের গল্প শেয়ার করলেন। আনন্দবাজারকে তিনি জানান, তাঁর পরিবারের মধ্যে ভাই না থাকলেও বোনেরা একজোট হয়ে উৎসব উদযাপন করেন।
এনার তিন বোনের মধ্যে সকলের জন্য ফোঁটা দেওয়ার রীতি আছে। শুধু তা নয়, তিনি মামাতো বোনকেও ফোঁটা দেন। এনা বলেন, “ও মেয়ে হয়েই জন্মেছে, কিন্তু নিজের যৌন পরিচয়কে নতুনভাবে আবিষ্কার করেছে। নারীসুলভ সত্তা ওর নেই, নিজেকে ছেলে বলেই মানে। তাই আমরা সব বোন মিলে ওকে ফোঁটা দিই।”
এনার বোন এখন ২১ বছর বয়সী এবং এখনও কোনো রূপান্তরের দিকে যায়নি। তবে এনারা বোনেরা তাঁর ভাবনা ও জীবনদর্শনকে গুরুত্ব দেন। এনার কথায়, “এই বয়সে নানা ভাবনা মাথায় আসে। শরীর এক, মন অন্য— স্বাভাবিকভাবেই আবেগ তাড়া করে বেড়ায়। তাই আমরা ওর জীবনদর্শনকে সমর্থন করি।”
অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরু করা এনা এখন প্রযোজনা সংস্থাও পরিচালনা করছেন। তিনি টলিউডের সর্বকনিষ্ঠ প্রযোজক হিসেবে পরিচিত। পরিচালিত প্রথম সিনেমা ছিল এসওএস কলকাতা, যা বকলমে যশ নুসরতের প্রেমের সূত্রপাত। এরপর চিনে বাদাম সিনেমা বক্স অফিসে সফল হয়নি। এছাড়া মাস্টারমশাই আপনি কিছু দেখেননি ও ডাক্তার কাকু ছবি মুক্তিতে নানা বাধার সম্মুখীন হয়েছে।
বিনোদন
সানি লিওনির সঙ্গে কাজ নিয়ে অনুতপ্ত আসরানী
#BonaFota #EnaSaha #Tollywood #SisterFestival #DigitalNews