আগামী ১৪ ডিসেম্বর, রবিবার রাজ্যজুড়ে অনুষ্ঠিত হতে চলেছে স্টেট এলিজিবিলিটি টেস্ট (SET)। এই গুরুত্বপূর্ণ পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিশেষ উদ্যোগ নিল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। রবিবার সাধারণত দেরিতে মেট্রো পরিষেবা শুরু হলেও, ওইদিন ব্লু ও গ্রিন লাইনে সকাল ৭টা থেকেই মেট্রো চলবে বলে জানানো হয়েছে।
শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি করে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার্থীদের চাপ সামাল দিতে রবিবারের তুলনায় বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যা। ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম রুটে যেখানে সাধারণত রবিবার ১৩০টি মেট্রো চলে, সেখানে ১৪ ডিসেম্বর চলবে মোট ১৪৪টি মেট্রো। অন্যদিকে গ্রিন লাইন, অর্থাৎ হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ রুটে রবিবারের নির্ধারিত ১০৪টির বদলে চলবে ১১৮টি মেট্রো।
সময়সূচির দিক থেকে ব্লু লাইনে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের উদ্দেশে প্রথম মেট্রো ছাড়বে সকাল ঠিক ৭টায়। বিপরীত দিকে, শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৭টা ৩ মিনিটে। সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত প্রতি ২০ মিনিট অন্তর মেট্রো চলবে। এরপর সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত যাত্রীদের সুবিধায় দুই দিক থেকেই ১৫ মিনিট অন্তর মেট্রো পরিষেবা মিলবে। সকাল ৯টার পর থেকে রাত পর্যন্ত অন্যান্য রবিবারের মতোই স্বাভাবিক সূচি অনুযায়ী মেট্রো চলবে। রাতের শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন আনা হয়নি।
গ্রিন লাইনের ক্ষেত্রেও পরীক্ষার্থীদের জন্য বাড়তি স্বস্তির খবর। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ রুটে রবিবার প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়। দিনের বাকি সময় নির্দিষ্ট সময় অন্তর দুই প্রান্তিক স্টেশন থেকেই মেট্রো চলাচল করবে। এই রুটেও রাতের মেট্রোর সময়সূচি অপরিবর্তিত থাকছে।
আরও পড়ুন
এবার প্রবীণ ও মহিলাদের লোয়ার বার্থ দেবে রেল, স্মার্ট সিস্টেমে বড় বদল
তবে মেট্রো কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ১৫ ডিসেম্বর সোমবার থেকে গ্রিন লাইনে ফের বাড়ানো হবে মেট্রোর সংখ্যা। বিশেষ করে রাতের দিকে পরিষেবা সম্প্রসারিত করা হচ্ছে। সোম থেকে শনিবার হাওড়া ময়দান থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৫ মিনিটে, যদিও এই শেষ মেট্রোটি সল্টলেক সেক্টর ফাইভ নয়, সেন্ট্রাল পার্ক পর্যন্তই যাবে।
আরও পড়ুন
গড়বেতায় থামবে দিঘা–পুরী–রাঁচি–কামাখ্যার একাধিক ট্রেন, বছরশেষে যাত্রীদের বাড়তি সুবিধা
উল্লেখ্য, ১৪ ডিসেম্বর রবিবার পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে কোনও মেট্রো পরিষেবা থাকবে না। তবুও ব্লু ও গ্রিন লাইনে বাড়তি পরিষেবার ফলে পরীক্ষার্থীদের বড় অংশই স্বাচ্ছন্দ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারবেন বলে আশা করা হচ্ছে। কলকাতা মেট্রোর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বহু যাত্রী ও পরীক্ষার্থী।
আরও পড়ুন
নতুন ট্রেন, নতুন স্টপেজ: সিউড়ি–মুর্শিদাবাদ জেলায় রেলের পরিষেবা সম্প্রসারণের দাবি