চূড়ান্ত রোমান্টিক! রণজয়-শ্যামৌপ্তির পাহাড়যাত্রা নিয়ে প্রেমের জল্পনা তুঙ্গে

নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি কখনও রণজয় বিষ্ণু এবং শ্যামৌপ্তি মুদলি। তবে সমাজমাধ্যমের ছবিই যেন গল্প বলছে অন্য রকম। সম্প্রতি এই দুই তারকার ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে নেটপাড়ায়।

কিছু দিন আগেই শেষ হয়েছে রণজয়ের জনপ্রিয় ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’। একটানা শুটিংয়ের পর কিছুদিন বিশ্রাম নেওয়ার কথা জানিয়েছিলেন অভিনেতা। সেই কথা মতোই দেখা গেল তাঁর ইনস্টাগ্রাম পেজে একের পর এক পাহাড়ের ছবি— কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্য, ঠান্ডা হাওয়া, আর রণজয়ের প্রশান্ত মুখ।

খবর
বিহারের বিধানসভা নির্বাচনে নতুন মুখ, গেরুয়া শিবিরে নাম লেখালেন জনপ্রিয় গায়িকা মৈথিলী ঠাকুর

অন্য দিকে, শ্যামৌপ্তির ইনস্টাগ্রামেও মিলছে পাহাড়ি আবহ। দার্জিলিংয়ের মল রোডে ঘুরে বেড়ানোর ছবি শেয়ার করেছেন তিনি। যদিও একসঙ্গে কোনও ফ্রেমে দেখা যায়নি তাঁদের, কিন্তু দু’জনের ছবির ব্যাকগ্রাউন্ড আর সময়ের মিল খুঁজে নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার করতে সময় নেননি।

বিনোদন
‘সিক্স পকেট সিনড্রোম’-এ ভুগছে ঈশিত! KBC-র বালকের আচরণ নিয়ে নয়া দাবি

অনেকেরই প্রশ্ন— তবে কি একসঙ্গে পাহাড়ে ছুটি কাটাতে গিয়েছেন রণজয় ও শ্যামৌপ্তি?

উল্লেখযোগ্য, ‘গুড্ডি’ ধারাবাহিকের সেটেই প্রথম কাছাকাছি আসেন তাঁরা। শোনা যায়, ধারাবাহিকের শেষের দিকে তাঁদের সম্পর্ক আরও গভীর হয়। এরপর একটি মিউজ়িক ভিডিয়োয় একসঙ্গে কাজ করার সময় নাকি বন্ধুত্বের বাঁধন পেরিয়ে প্রেমে জড়িয়ে পড়েন দুই তারকা।

যদিও সম্পর্কের প্রসঙ্গে এখনও পর্যন্ত কেউই মুখ খোলেননি। বরং বারবার প্রশ্ন এড়িয়ে গিয়েছেন তাঁরা। তবে অনুরাগীদের মতে, “ছবি দেখলেই বোঝা যায়— পাহাড়ি হাওয়ায় প্রেমের সুবাস ছড়িয়ে পড়েছে!”

এখন দেখার, এই জল্পনার মুখে অবশেষে মুখ খোলেন কি না টেলি-দুনিয়ার এই জনপ্রিয় জুটি।

error: Content is protected !!