দেবকে সামনে পেয়ে জড়িয়ে ধরলেন এক মহিলা ভক্ত! টেনেহিঁচড়ে সরিয়ে নিয়ে গেল পুলিশ, দেখুন ভিডিও

প্রিয় তারকা দেবকে কাছে পেয়ে তাকে জড়িয়ে ধরলেন এক মহিলা ভক্ত। রীতিমতো তাকে টেনে সরিয়েছেন পুলিশ এবং অন্যান্যরা। সম্প্রতি ‘রঘু ডাকাত’ সিনেমার প্রমোশনে শুরু হয়েছে বেঙ্গল ট্যুর। মূলত রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে তারকারা এই সিনেমার প্রমোশন করবেন। তারই প্রথম পর্বে টিম ‘রঘু ডাকাত’ হাজির হয়েছিল মালদায়।

আরও পড়ুন,
আগামীকাল SSC-এর পরীক্ষা, একাধিক কড়া নিয়ম, না মানলেই বাতিল পরীক্ষা, সাংবাদিক বৈঠকে কী জানাল SSC?

সেখানে রীতিমতো জনজোয়ার নেমে এসেছিল। প্রিয় তারকাদের এক ঝলক দেখার জন্য মুখিয়ে ছিলেন ভক্তরা। এদিন হাওড়া থেকে বন্দে ভারত ট্রেনে করে মালদা পৌঁছেছিলেন দেব, অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার, ইধিকা পাল থেকে শুরু করে অন্যান্যরা। সেখানে একটি বিশেষ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তারা।

আরও পড়ুন,
বিয়ের পর প্রথম জন্মদিন রুবেলের, কীভাবে সেলিব্রেট করলেন শ্বেতা? দেখুন ছবি ও ভিডিও

ইতিমধ্যে এই অনুষ্ঠানের একাধিক দৃশ্য ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তার মধ্যে একটা দৃশ্য উঠে এসেছে। যেখানে দেখা যায় এক মহিলা ভক্ত জড়িয়ে ধরেন দেবকে। রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। পুলিশকর্মী-সহ অন্যান্যরা তাকে টেনে সরাতে চাইলে দেব তাদের বারণ করেন।

আরও পড়ুন,
ধারাবাহিকে প্রত্যাবর্তন নীল ভট্টাচার্য্য ও মধুমিতা সরকারের, তবে কি এবার প্রতিদ্বন্দ্বী একে অপরের? তৃণা সাহার কথায় “আমারই লাভ, সবই ঘরের ব্যাপার”

ওই মহিলা দেবের সাথে ছবি তুলে তারপর নীচে যান। এই বিষয়টিকে দেব যেভাবে হ্যান্ডেল করেছেন তার প্রশংসার যোগ্য। কারণ, অনেক সময় দেখা যায় বিভিন্ন তারকারা এরকম বিষয়ে বিরক্ত হয়ে ভক্তদের সরিয়ে নিয়ে যেতে বলেন। তবে দেব কিন্তু তেমনটা করেননি বরং ওই ভক্তের স্বপ্ন পূরণ করেছেন।

উল্লেখযোগ্য, আর কিছুদিন পরই মুক্তি পাবে ঐতিহাসিক সিনেমা ‘রঘু ডাকাত।’ যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন দেব। ইতিমধ্যে সিনেমার ট্রেলার প্রকাশ্যে এসেছে। যা তুমুল উচ্ছ্বাস তৈরি করেছে ভক্তদের মনে। আপাতত চলবে জোরকদমে প্রচার।

error: Content is protected !!