প্রত্যেকেই পাবেন ঝাঁ চকচকে ফ্লাট! পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প! আবেদন শুরু কবে থেকে?

চেতলায় মিলছে স্বপ্নের বাড়ি! পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আবারও মধ্যবিত্তদের মুখে হাসি ফিরতে চলেছে। রাজ্য মন্ত্রিসভা ইতিমধ্যেই অনুমোদন দিয়েছে চেতলায় ৩৬টি ফ্রিহোল্ড এমআইজি ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনাকে। ‘স্থায়ী ঠিকানা’ নামে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (KMDA) নির্মিত এই আধুনিক আবাসন প্রকল্পে লটারির মাধ্যমে ফ্ল্যাট বরাদ্দ করা হবে।

এই ফ্ল্যাটগুলি হবে চেতলা সেন্ট্রাল রোড সংলগ্ন এলাকায়, যেখান থেকে কালীঘাট মেট্রো স্টেশন মাত্র ১ মিনিটের দূরত্বে। ফলে ধর্মতলা, শিয়ালদা কিংবা বিমানবন্দর—যেখানে যেতে চান, সহজেই পাওয়া যাবে যোগাযোগ ব্যবস্থা।

KMDA-র এক আধিকারিক জানিয়েছেন, বহুতল ভবনটিতে থাকবে লিফট, অগ্নিনির্বাপক ব্যবস্থা ও সুপরিকল্পিত নিকাশী। পাশাপাশি থাকবে ১৮টি গ্যারেজও। প্রকল্পের দ্রুত বাস্তবায়নের কাজ শীঘ্রই শুরু হতে চলেছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট নোডাল অফিসার।

আবেদনপত্র সংগ্রহ করা যাবে আক্সিস ব্যাঙ্কের চেতলা শাখা থেকে।
আবেদনের মেয়াদ—৬ নভেম্বর ২০২৫ থেকে ৩০ নভেম্বর ২০২৫।
প্রকল্পের রেরার নম্বর—WBRERA/P/KOL/2025/002900

এছাড়া রাজ্য মন্ত্রিসভা নোনাডাঙ্গায় ৫৩১.৩ একর জমির রেকর্ড সংশোধনের প্রস্তাবও অনুমোদন করেছে।

আধুনিক ডিজাইন ও সুলভ মূল্যের এই প্রকল্প শহরের মধ্যবিত্ত পরিবারগুলির কাছে নতুন আশার আলো হিসেবে দেখা দিচ্ছে।

আরও পড়ুন
পোস্ট অফিস লক্ষ্মীর ভান্ডার স্কিম! অ্যাকাউন্টে ঢুকবে ১০ হাজার! আবেদন করবেন কীভাবে? জানুন

FAQ

1. ‘স্থায়ী ঠিকানা’ প্রকল্পটি কী?

KMDA-র একটি আধুনিক আবাসন প্রকল্প যা মুখ্যমন্ত্রীর উদ্যোগে তৈরি হচ্ছে।

2. কোথায় তৈরি হচ্ছে ফ্ল্যাটগুলি?

চেতলা সেন্ট্রাল রোডের কাছেই, কালীঘাট মেট্রো স্টেশন থেকে মাত্র ১ মিনিট দূরে।

3. কতটি ফ্ল্যাট নির্মাণ করা হবে?

মোট ৩৬টি এমআইজি ফ্ল্যাট।

4. ফ্ল্যাটগুলির ধরনের কী হবে?

এগুলি মধ্যবিত্তদের উপযোগী এমআইজি শ্রেণির ফ্ল্যাট।

5. কীভাবে ফ্ল্যাট বরাদ্দ হবে?

লটারির মাধ্যমে।

6. আবেদন কবে শুরু হবে?

৬ নভেম্বর ২০২৫।

7. আবেদন শেষ হওয়ার তারিখ কবে?

৩০ নভেম্বর ২০২৫।

8. আবেদনপত্র কোথায় পাওয়া যাবে?

অ্যাক্সিস ব্যাঙ্কের চেতলা শাখা থেকে।

9. প্রকল্পের রেরার নম্বর কী?

WBRERA/P/KOL/2025/002900।

10. কী সুবিধা পাওয়া যাবে ফ্ল্যাটে?

২৪ ঘণ্টা জল, লিফট, অগ্নিনির্বাপক ব্যবস্থা, নিকাশী ব্যবস্থা, জি+১২ কাঠামোসহ আধুনিক সুবিধা।

#HousingScheme #WestBengal #ChetlaProject

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক