ছোটপর্দা থেকে হঠাৎ বড়ো পর্দায় সুযোগ, ‘মিঠাই’ ধারাবাহিকে কত পারিশ্রমিক পেতেন সৌমিতৃষা?

একটি মাত্র ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন তিনি। টিআরপির দিক দিয়ে তার ধারাবাহিক থাকতো শীর্ষস্থানে। তবে আপনি কি জানেন সেই ধারাবাহিকে অভিনয়ের জন্য কত টাকা পারিশ্রমিক পেতেন তিনি? এই প্রতিবেদনে সেই সম্পর্কেই আলোচনা করবো আজ।

কথা হচ্ছে ‘মিঠাই’ ধারাবাহিক খ্যাত সৌমিতৃষা কুন্ডুকে নিয়ে। এই ধারাবাহিকের মাধ্যমে প্রত্যেকের মনে আলাদা করে জায়গা তৈরি করে নিয়েছেন তিনি। আর সেটি শেষ হওয়ার পর সুযোগ পেয়েছেন বড়ো পর্দায়। দেবের বিপরীতে ‘প্রধান’ সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছে তাকে।

তবে অনেকের মনে প্রশ্ন জেগেছে ‘মিঠাই’ ধারাবাহিক এতো জনপ্রিয়তা লাভ করেছিল, সেটির জন্য কত টাকা পেতেন তিনি? বিভিন্ন সংবাদমাধ্যমের তরফ থেকে জানা গিয়েছে এক একটি এপিসোডের জন্য নাকি ২০-২৪ হাজার টাকা পারিশ্রমিক পেতেন তিনি।

আরও পড়ুন,
*প্রেমে পাগলিনী ‘মিঠাই রানী’, প্রকাশ্যেই প্রেমের ইস্তেহার সৌমিতৃষার! কে সেই ভাগ্যবান পুরুষ?

এই পারিশ্রমিক যে বেশ ভালো অংকের টাকা তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে এতো জনপ্রিয়তা সত্ত্বেও তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠেছে। তিনি নাকি তার সহকর্মীদের আনফলো করে দিয়েছেন। সিনেমায় অভিনয় করার পর থেকে তার নাকি একাধিক পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে।

যেহেতু তিনি হঠাৎ করেই বড়ো পর্দায় সুযোগ পেয়ে গিয়েছেন তাই নাকি অহংকার বেড়ে গিয়েছে। এই সম্পর্কে একাধিক কলাকুশলীরা নাম না করে মুখ খুলেছিলেন। একসময় যাদের সাথে ভালো সম্পর্ক ছিল তারাই আজ পর হয়ে গিয়েছেন। যদিও এই বিষয়ে কোনোরকম কথা বলতে দেখা যায়নি সৌমিকে।

আরও পড়ুন,
*মানুষকে বাঁদর বানিয়ে চলে ‘কালোজাদু’! ‘বিগ বস ১৪’-এ অংশ নিতে ছাগল-মুরগি ‘বলি’ শানু-পুত্রের