গ্রামের প্রথম মাধ্যমিক পাশ আদিবাসী পরিবারের কন্যা গৌরী

Gauri, the daughter of a tribal family, passed the first secondary school in the village

যে গ্রামে এখনো কেউ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়নি সেখান থেকেই মাধ্যমিকে সফল হয়ে সবাইকে চমকে দিলো আদিবাসী পরিবারের কন্যা গৌরী হেমব্রম। তার এই সাফল্যে খুশির জোয়ার তার পরিবার এবং এলাকায়। শান্তিনিকেতন থানার অন্তর্ভুক্ত রূপপুর পঞ্চায়েতের খেলেডাঙা নামোপাড়া আদিবাসী গ্রাম।

মোট ৩২ টি পরিবারের ১০০ থেকে ১২০ জন সদস্যের বাস সেই গ্রামে। এখনো সেখানে পাকা রাস্তা থেকে শুরু করে অন্যান্য কোনো উন্নয়নই হয়নি। শিক্ষাক্ষেত্রেও একই হাল। ভালোভাবে শিক্ষার আলো পৌঁছায়নি ওই অঞ্চলে। বেশিরভাগ মানুষই কোনো না কোনো কাজের সাথে যুক্ত।

তবে তাদের মধ্যে ব্যতিক্রমী গৌরী। তার বাবা বাবুরাম হেমব্রম দিনমজুরের কাজ করে সংসার চালান। এছাড়া পরিবারে রয়েছে মা মিতালী এবং দাদা মহাদেব হেমব্রম। অভাব অনটনের সাথে লড়াই করে তাদের জীবন চলছে কোনোরকমভাবে।

তবে এসব প্রতিকূলতা গৌরীকে থামিয়ে রাখতে পারেনি। জীবনের প্রথম বড়ো পরীক্ষাতে সে সফল হয়েছে। জানা গিয়েছে, সব রকম কাজেই সে মা’কে সাহায্য করার পাশাপাশি নিজের পড়াশোনা চালিয়ে গিয়েছে। আর এই ক্ষেত্রে তাকে সবথেকে বেশি সাহায্য করেছে স্কুলের শিক্ষিকা এবং গৃহশিক্ষিকা।

এই বিষয়ে সে জানিয়েছে, ‘এর আগে গ্রামের কোনো মেয়েই এতোদূর পর্যন্ত পড়েনি। আমার পড়াশোনার পিছনে স্কুল, গৃহশিক্ষিকার অবদান সবচেয়ে বেশি। তারা না থাকলে আমি এতোদূর পৌঁছাতে পারতাম না। আজ সত্যিই খুব ভালো লাগছে। বড়ো হয়ে আমি এই গ্রামের মানুষের সেবা করতে চাই।’

আরও পড়ুন,
*ফ্রিজ ছাড়াই কনকনে ঠান্ডা হবে জল, তৃষ্ণা মেটানোর সেরা উপায়
*কুবের দেবের আশীর্বাদে এই ৪ রাশির বাড়ি, গাড়ি, টাকার অভাব হয় না