'

Gold Price: সোনা কেনার মক্ষম সময়! দেরি না করে আজই কিনে ফেলুন গয়না

By BB Mar5,2024
Gold priceGold Price: সোনা কেনার মক্ষম সময়! দেরি না করে আজই কিনে ফেলুন গয়না

Gold & Silver Price 5th March 2024

চলছে অর্থবর্ষের শেষ মাস। আর এই মাসের গোড়া থেকেই কিন্তু সোনার দর সস্তা। ফের সোনার দাম কমেছে বিয়ের মরশুমেও। ফলে বিয়ের জন্য হোক অথবা প্রিয়জনকে উপহার দেওয়া জন্য সে যাই হোক আবার দাম বাড়ার আগেই এখনই সোনার গয়না কিনতে পারেন। আজ মঙ্গলবার কলকাতায় সোনা ও রুপোর গয়নার দর কত? বাজারে যাওয়ার আগে জেনে নিন

বিয়ের মরশুমের মাঝেই এল সুখবর। ফের নিম্নমুখী সোনার দাম। চলতি সপ্তাহের গোড়াতেই পরপর দু-দিন কমল হলুদ ধাতুর দাম। সঙ্গে দাম কমেছে রুপোরও। ফলেই এখন কিন্তু গয়না কেনার মক্ষম সময়।

৫ মার্চ, মঙ্গলবারও কলকাতায় সোনা(Gold)-র দাম

* ২৪ ক্যারটের ১০ গ্রাম সোনার দাম ১০০ টাকা কমে সোনার দাম দাঁড়িয়েছে ৬৪ হাজার ৮০ টাকা।

* ২২ ক্যারটেরও ১০ গ্রাম সোনার দাম ১০০ টাকা কমে সোনার দাম দাঁড়ালো ৫৮ হাজার ৭৪০ টাকা।

* ১৮ ক্যারটের ১০ গ্রাম সোনার দাম ১০০ টাকা কমে সোনার দাম দাঁড়িয়েছে ৪৮ হাজার ৬০ টাকা।

৫ মার্চ, মঙ্গলবারও কলকাতায় রুপোর দাম

হলুদ ধাতুর মত রুপোর দামও নিম্মমুখী। রুপোর দামেও কমেছে ১০০ টাকা। ফলে ৫ মার্চ মঙ্গলবার ১০০ গ্রাম রুপোর দাম দাঁড়িয়েছে ৭ হাজার ৩৫০ টাকা।

Disclaimer: Sangbad Bhavan -এ উল্লেখিত তথ্য বিভিন্ন নিউজ পোর্টাল / অনলাইনে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে লেখা, শুধুমাত্র তথ্য গ্রহণের জন্য। কোন বিশেষ সিদ্ধান্ত পৌঁছানোর পূর্বে আপনার শুভ চিন্তকের সঙ্গে পরামর্শ করে নেবেন। Note: ভিডিও খবর পেতে সাবস্ক্রাইব করুন সংবাদ ভবন YouTube পেজ। ফলো করুন Google News, Instragram, Facebook পেজ।

By BB

Related Post

5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক