Today’s Gold Price: ভারতীয়দের কাছে গুরুত্বপূর্ণ ধাতু হলো সোনা এবং রুপো। বিবাহ থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে এই ধাতুর গয়না ব্যবহার করতে দেখা যায় বেশিরভাগ মানুষদের। তবে ক্রমাগত অলংকার ধাতুর মূল্যবৃদ্ধি চিন্তার ভাঁজ ফেলেছিল সাধারণ মানুষের কপালে। যদিও সেখান থেকে খানিকটা রেহাই মিলেছে।
কারণ, কেন্দ্রীয় বাজেট পেশ হওয়ার পর থেকে অলংকার ধাতুগুলির দামে বেশ পার্থক্য দেখা গিয়েছে। ক্রমাগত নিম্নমুখী হয়েছে সোনা, রুপোর মতোন ধাতুর দাম। তাই এখন যদি কেউ সেগুলি কেনার কথা ভেবে থাকেন তাহলে এই সময়টি উপযুক্ত হবে তাদের জন্য। সম্প্রতি ফের কমেছে সোনা ও রুপোর দাম।
বুধবার (০৪/০৯/২০২৪) সোনার দাম
১৮ ক্যারেটের ১০ গ্রাম সোনা- ৫৪,৫৬০ টাকা।
২২ ক্যারেটের ১০ গ্রাম সোনা- ৬৬,৬৯০ টাকা।
২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনা- ৭২,৭৬০ টাকা।
বুধবার (০৪/০৯/২০২৪) রুপোর দাম
১ কেজি রুপো ৮৫,৯০০ টাকা।