একটি বিশেষ দিক দিয়ে মহিলাদের তুলনায় এগিয়ে রয়েছেন পুরুষেরা! সম্প্রতি এমনটাই জানালেন জনপ্রিয় অভিনেত্রী সানি লিওন(Sunny Leone)। আমরা সকলেই জানি যে এমটিভি’র অন্যতম জনপ্রিয় একটি রিয়্যালিটি শো হলো ‘স্প্লিটসভিলা।’ অন্যান্যবারের মতোন এবারও সেখানে সঞ্চালনার দায়িত্ব রয়েছেন সানি লিওন।
সেখানে তিনি জানিয়েছেন এমন একটি বিশেষ দিক রয়েছে যেখানে মহিলাদের তুলনায় পুরুষেরা অনেকটাই এগিয়ে। কী এমন বিষয়ে কথা বলেছেন তিনি? জেনে নিন। বর্তমানে এমটিভি’তে সম্প্রচারিত হচ্ছে ‘স্প্লিটসভিলা ১৫: এক্স-স্কুইজ মি প্লিজ।’ যেখানে সানি লিওন জানিয়েছেন পুরুষেরা মহিলাদের তুলনায় অনেকটাই সহজ হয়।
আর মহিলারা নাকি পুরুষদের তুলনায় তুলনামূলকভাবে অনেক বেশি জটিল। এই কথাটি তিনি বলেছিলেন এই শো’য়ের শেষ পর্বে। যেখানে হাজির হয়েছিলেন সোশ্যাল মিডিয়া খ্যাত উরফি জাভেদ। সেখানে তিনি এসে বলেন, ‘জল দাও আমার ঝাল লাগছে। কিন্তু আমি মশলাদার খাবার খেতে ভীষণই ভালবাসি।’
এরপর সানি(Sunny Leone)র মুখে শোনা যায়, ‘পুরুষেরা আসলে ভীষণ সহজ হয়। ওদের যেটা চাই ওরা সেটা সরাসরি বলে দেয়। কিন্তু আমরা মেয়েরা ভীষণই জটিল হই। আমরা মুখে বলি না আমাদের কি চাই বরং ধরে নিই ওরা আগে থেকেই জেনে বসে থাকবে আমাদের কী প্রয়োজন।’
এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় উঠে আসতেই তাতে সহমত পোষণ করেছেন পুরুষেরা। কারণ, যে কথাটি তারা বারবার বলে আসছেন সেটাই একজন মহিলার মুখে শুনে ভীষণই খুশি হয়েছেন তারা। অন্যদিকে প্রতিযোগীদের নিয়ে এই শো রীতিমতো জমজমাট হয়ে উঠেছে।
আরও পড়ুন,
*মাত্র ১০ টাকার ইনোর প্যাকেটের কামাল, কমোড হবে দারুন ঝকঝকে