প্রথম ভারতীয় টেলিভিশনের পর্দায় তাকে দেখা যায় ২০১১ সালে ‘বিগ বস’-এর ঘরে। ভারতীয় টেলিভিশনের তার জনপ্রিয়তা ‘বিগ বস’-এর হাত ধরেই ক্রমে উর্ধ্বমুখী হয়। এরপর একে একে বলিউড ছবিতে অভিনয় করতে দেখা যায় তাকে। তিনি হলেন নীল ছবির তারকা সানি লিওন। যদিও তখন নীল ছবির দুনিয়ায় তিনি এক জনপ্রিয় নাম হয়ে উঠেছেন।
‘জিসম ২’ ছবির হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ ঘটে তার। এরপর তাকে দেখা যায় ‘জ্যাকপট’, ‘রাগিনী এমএমএস ২’, ‘এক পহেলি লীলা’-র মতন ছবিতে করতে। এভাবে ভারতীয় দর্শকদের মনে জায়গা করে নেন সানি। বর্তমানে তিনি ‘স্প্লিটসভিলা এক্স ৫’-এর সঞ্চালিকা হিসেবে কাজ করছেন।
এছাড়া তাকে একাধিক মিউজিক ভিডিও, রিয়েলিটি শো-তে দেখা গিয়েছে। ভারতীয় টেলিভিশনের জগতে পাকাপোক্তভবে নিজের জায়গা করে নিয়েছেন সানি লিওন। বর্তমানে তিন সন্তান ও স্বামীকে নিয়ে সুখেই রয়েছেন সানি। কিন্তু মাঝেমধ্যে তার অতীত তাকে তাড়া করে বেড়ায়।
সানি জানান, বিয়ের মাস দুয়েক আগে সানিকে ছেড়ে চলে যান তার সেই সময়ের প্রেমিক। সানি জানান, ড্যানিয়েলের সঙ্গে সম্পর্ক হওয়ার আগে তার আরেকজনের সঙ্গে সম্পর্ক ছিল। সেই সম্পর্ক বাগদান পর্যন্ত পৌঁছায়। বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে যায়। কিন্তু সানি প্রেমিকের মধ্যে এমন কিছু দেখেছিলেন যাতে তার মনে হয়েছিল কিছু একটা গন্ডগোল রয়েছে।
এরপর সানি তার ওই প্রেমিককে জিগ্যেস করেন তিনি সানিকে ভালোবাসেন কিনা। তার উত্তরে প্রেমিক ‘না’ বলেন এবং তারপর বিয়ে ভেঙে যায় তাদের। তখনই সানি জানতে পারেন তার সঙ্গে প্রতারণা হচ্ছে। তবে বর্তমানে স্বামীর সঙ্গে তিনি খুশি আছেন।
আরও পড়ুন,
*এক চার্জেই ১৬০ কিমি, মধ্যবিত্তের জন্য সস্তার স্কুটার
*পর পুরুষের সঙ্গে ‘ভাইরাল’ দর্শনা, ভিডিও