দীপাবলির আগে রাজ্যের হাজার হাজার চুক্তিভিত্তিক কর্মীদের মুখে হাসি ফোটাল রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম (WBPDCL)। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সংস্থার অধীন চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। একটি ত্রিপাক্ষিক চুক্তির মাধ্যমে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে, যা কর্মীদের বহুদিনের দাবিকে বাস্তবে রূপ দিয়েছে।
সূত্র অনুযায়ী, এই নতুন চুক্তির ফলে প্রায় ৫,০০০ চুক্তিভিত্তিক কর্মী সরাসরি উপকৃত হবেন। তাঁদের মাসিক বেতন গড়ে ৩,০০০ টাকা করে বৃদ্ধি পাবে। পাশাপাশি, কর্মীরা গত ১ বছর ৯ মাসের বকেয়া বেতনও পাবেন, যা তাঁদের আর্থিক স্বচ্ছলতা বাড়াতে বড় ভূমিকা নেবে।
খবর
ভুবনেশ্বরে কিশোরী ধর্ষণকাণ্ডে চাঞ্চল্যকর মোড়, তদন্তে মিলল বড় যৌনচক্রের হদিস, ধৃত চার
নতুন চুক্তির মূল দিকগুলি
চুক্তির মেয়াদ: ১ জানুয়ারি ২০২৪ থেকে কার্যকর হয়ে ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত বলবৎ থাকবে।
বকেয়া প্রাপ্তি: কর্মীরা গত এক বছর ৯ মাসের বকেয়া বেতন পাবেন।
উপকৃত কর্মী: প্রায় ৫,০০০ চুক্তিভিত্তিক কর্মী।
বেতন বৃদ্ধি: গড়ে মাসে ৩,০০০ টাকা।
এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম, শ্রম দপ্তর এবং শ্রমিক ইউনিয়নের মধ্যে। ২০২৩ সালে পূর্ববর্তী চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন চুক্তি না হওয়ায় কর্মীদের মধ্যে ক্ষোভ জমেছিল। অবশেষে, আলোচনার মাধ্যমে সমাধান আসায় কর্মীদের মধ্যে এখন খুশির আমেজ।
খবর
দারুন সুখবর ! স্মার্টফোন কেনার জন্য অঙ্গনওয়াড়ি-আশাকর্মীদের অ্যাকাউন্টে পৌঁছল ১০,০০০ টাকা
কর্মীদের প্রতিক্রিয়া
বেতন বৃদ্ধির ঘোষণায় কর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন তাঁরা। দীপাবলির আগে এই সুখবর পাওয়ায় উৎসবের আনন্দ যেন দ্বিগুণ হয়ে উঠেছে। শ্রমিক সংগঠনের নেতারা জানিয়েছেন, “এই চুক্তি শুধু কর্মীদের আর্থিক স্বস্তিই দেবে না, তাঁদের কাজের আগ্রহও বাড়াবে।”
বিশেষজ্ঞদের মতে, WBPDCL-এর এই সিদ্ধান্ত রাজ্যের অন্যান্য সরকারি সংস্থার জন্যও একটি ইতিবাচক বার্তা বহন করছে। এটি প্রমাণ করে, গঠনমূলক আলোচনার মাধ্যমে কর্মীদের ন্যায্য দাবি মেটানো সম্ভব।
খবর
Kolkata: কালীপুজোর আগে কলকাতার বাতাসে AQI ছুঁল ২৫০ — বাড়িতে শিশু, রোগী থাকলে সতর্ক হন
দীপাবলির আগে এই বেতন বৃদ্ধি শুধুমাত্র কর্মীদের নয়, তাঁদের পরিবারের জীবনেও এক নতুন আলো নিয়ে আসছে। রাজ্যের কর্মসংস্কৃতিতে এমন মানবিক পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয়।
খবর
বিরল মহাজাগতিক দৃশ্য! জোড়া ধূমকেতুর দেখা মিলবে! কবে-কখন?
#Tags: #SalaryHike #WBPDCL #WestBengalNews #ContractEmployees #DiwaliBonus #EmployeeWelfare #PayRevision #GoodNews #BengalUpdates #LabourAgreement