রাজ্যের অঙ্গনওয়াড়ি-আশাকর্মীদের প্রতিশ্রুতি পূরণ করল রাজ্য সরকার। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে গেল ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা। এই অর্থ বরাদ্দ করা হয়েছে বিশেষভাবে স্মার্টফোন কেনার উদ্দেশ্যে, যাতে তাঁরা সরকারি অ্যাপের মাধ্যমে আরও দক্ষতার সঙ্গে কাজ করতে পারেন।
এই সহায়তার সঙ্গে পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তাও। চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, শিশু ও মাতৃকল্যাণের কাজে অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের নিরলস পরিশ্রমকে সম্মান জানাতেই সরকারের এই পদক্ষেপ। তিনি আশ্বাস দিয়েছেন, সরকারের পক্ষ থেকে তাঁদের পাশে থাকার প্রতিশ্রুতি ভবিষ্যতেও অটুট থাকবে।
খবর
Senior Citizen Ticket: ট্রেনের টিকিটে সিনিয়র সিটিজেনদের জন্য বিরাট সুবিধা! জানুন বুকিং-এর বিশেষ নিয়ম
সরকারি সূত্রে জানা গিয়েছে, বর্তমানে অঙ্গনওয়াড়ি ও আশাকেন্দ্র ভিত্তিক পরিষেবাগুলিতে প্রযুক্তিগত দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই কর্মীদের স্মার্টফোন ব্যবহারের সুযোগ দিতে এই আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। এখন থেকে আর নিজেদের ব্যক্তিগত মোবাইল ব্যবহার করতে হবে না, সরকারি কাজের সমস্ত রিপোর্ট, স্বাস্থ্য আপডেট, শিশু ও মাতৃ পরিচর্যার তথ্য তাঁরা নিজেদের নতুন স্মার্টফোনে সরকারি অ্যাপের মাধ্যমে আপলোড করতে পারবেন। ফলে কাজ হবে আরও দ্রুত, নির্ভুল ও সংগঠিত।
খবর
তমলুকে চিকিৎসকের রহস্যমৃত্যু: গ্যাস–অ্যাসিডিটি নাকি দুর্ঘটনা, তদন্তে জটিলতা
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশের সময় ঘোষণা করেছিলেন, প্রায় ৭০ হাজার আশাকর্মী ও লক্ষাধিক অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য স্মার্টফোন কেনার উদ্দেশ্যে ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সেই প্রতিশ্রুতির ভিত্তিতেই বৃহস্পতিবার প্রত্যেক কর্মীর অ্যাকাউন্টে জমা হল ১০ হাজার টাকা করে।
রাজ্য সরকারের এই পদক্ষেপে খুশি অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীরা। তাঁদের মতে, এই সহায়তা তাঁদের দৈনন্দিন কাজে নতুন উদ্দীপনা ও গতি এনে দেবে, পাশাপাশি সরকারের সঙ্গে সংযোগ আরও সহজ করে তুলবে।
বিনোদন
ফের গুলি চলল কপিল শর্মার ক্যাফেতে! চার মাসে তৃতীয় হামলায় চাঞ্চল্য
#WestBengal #MamataBanerjee #AnganwadiWorkers #ASHAWorkers #SmartphoneGrant #GovernmentScheme #DigitalIndia #WomenEmpowerment #HealthCare #ChildWelfare #WBNews #BanglaNews