হাসিনার ঘোষণা: নির্বাচন বয়কট করবে আওয়ামী সমর্থকেরা

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানালেন, আওয়ামী লীগ সমর্থকেরা আগামী সাধারণ নির্বাচন বয়কট করবেন; আপাতত ভারতেই থাকবেন তিন

বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচন বয়কট করবেন আওয়ামী লীগের সমর্থকেরা—বুধবার এমনই জানালেন দলের নেত্রী ও প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদ সংস্থা রয়টার্স-কে দেওয়া এক সাক্ষাৎকারে হাসিনা বলেন, আওয়ামী লীগকে বাংলাদেশে নিষিদ্ধ করা হলে লক্ষ লক্ষ মানুষ ভোটের বাইরে থেকে যাবেন, যা দেশের গণতন্ত্রের জন্য বিপজ্জনক সংকেত।

হাসিনা বলেন, “বাংলাদেশের পরবর্তী সরকারের নির্বাচনী বৈধতা থাকা জরুরি। এখন যেভাবে আওয়ামী লীগকে নির্বাচনী প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হচ্ছে, তা কোনো কার্যকরী রাজনৈতিক ব্যবস্থার অংশ হতে পারে না।” তিনি স্পষ্ট করে জানান, সমর্থকদের অন্য দলকে ভোট দিতে বলবেন না, তবে আশা করেন আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়া হবে।

গত বছর অগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই দলটিকে নিষিদ্ধ করার দাবি ওঠে। অন্তর্বর্তী সরকার ইতিমধ্যেই আওয়ামী লীগের ছাত্রশাখা বাংলাদেশ ছাত্রলীগ-কে নিষিদ্ধ ঘোষণা করেছে। যুদ্ধাপরাধের অভিযোগ ও নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে মে মাসে নির্বাচন কমিশন আওয়ামী লীগের স্বীকৃতি বাতিল করে।

হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, গুম ও নির্যাতনের অভিযোগ রয়েছে। এই মামলার রায় ঘোষণা হবে আগামী ১৩ নভেম্বর। হাসিনা দাবি করেছেন, রাজনৈতিক প্রতিশোধমূলক উদ্দেশ্যে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং অধিকাংশ ক্ষেত্রেই তাঁকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি।

বাংলাদেশে প্রত্যাবর্তন প্রসঙ্গে হাসিনা বলেন, “যতদিন দেশে বৈধ সরকার ও আইনের শাসন থাকবে, ততদিন আমি দেশে ফিরতে চাই।” তিনি আরও জানান, আওয়ামী লীগ ভবিষ্যতে সরকার বা বিরোধী উভয় ভূমিকায় দেশের উন্নয়নে ভূমিকা রাখবে, তবে নেতৃত্ব তাঁর হাতে থাকা বাধ্যতামূলক নয়।

২০২৪ সালের ৫ অগস্ট জনবিক্ষোভের জেরে হাসিনার সরকার পতনের পর তিনি বোন রেহানাকে নিয়ে ভারতে আশ্রয় নেন। বর্তমানে উত্তরপ্রদেশের হিন্দন বায়ুসেনা ঘাঁটিতে সাময়িকভাবে অবস্থান করছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ইতিমধ্যেই হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে ‘নোট ভারবাল’ পাঠিয়েছে, যদিও নয়াদিল্লি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।

খবর
‘জুনিয়র শোয়েব আখতার’ ভাইরাল, ওমানে বাজিমাত ইমরানের

#BangladeshElection #SheikhHasina #AwamiLeague #ReutersInterview #BangladeshPolitics #HasinaInIndia #BangladeshNews #Dhaka #BreakingNews

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক