Henry Crocodile: লম্বায় ১৬ ফুট, ৬ প্রেমিকা, ১০ হাজার সন্তানের পিতা মানুষখেকো হেনরিকে চেনেন?

kmc 20240914 091729 rVLg3zMw2V

হেনরির বয়স দেখতে দেখতে ১২৩ বছর হয়ে গেছে। ওজন হয়েছে ৭০০ কেজি। মানুষ খেকো এই হেনরি কে চেনেন? হেনরি কোন মানুষ না আসলে একটি কুমির। সে বিশ্বের বয়স্ক কুমির । হেনরি এক সময় অনেক মানুষের প্রাণ নিয়েছে। হেনরি লম্বায় ১৬ ফুট ,ওজন হচ্ছে ৭০০ কেজি। তার দাঁত করাতের মতন ধারালো।সে সেই ধারালো দাঁত দিয়েই এলাকাবাসীদের বাচ্চা ও শাবকদের শিকার করত। অবস্থা এমন জায়গায় পৌঁছে গিয়েছিল যে মানুষ খেকো কুমিরকে মেরে ফেলার পরিকল্পনা করেছিল এলাকাবাসীরা।

হেনরি কে হত্যা করতে ১৯০৩ সালে সংবাদ দেওয়া হয়েছে শিকারী হেনরি নিউম্যান মহাশয়কে। সেই হেনরি জন্য সেই মানুষ খেকো কুমিরটি আজও বেঁচে আছে। কুমিরটিকে না মেরে জ্যান্ত অবস্থায় ধরেছেন শিকারী হেনরি । শেষমেষ কুমির থেকে পৌঁছে দেওয়া হয় আফ্রিকার স্কটবার্গের ক্রকওয়ার্ল্ড কনজারভেশন সেন্টারে। শিকারি হেনরি নিউম্যানের নাম অনুযায়ী ‘হেনরি’। হেনরির ঠিকানা ৪০ বছর ধরে এই কনভেশন সেন্টারে।

কোন এক সময় নীলনদের তীরে এক বিশেষ প্রজাতির কুমির দেখা যেত। তাকে বলা হতো নইল। হেনরিও ওই প্রজাতিরই কুমির। সাহারা মরুভূমির কাছে ২৬ টি দেশে এই কুমিরের খোঁজ পাওয়া যায়। এরা প্রচন্ড হিংস্র প্রজাতির কুমির। এই হিংস্র কুমিরা হ্রদ,নদী, জলাভূমিতে বাস করে। নীলনদের তীরে এই কুমির জেব্রা ও সজারুর মত প্রাণীকে শিকার করতো। প্রতিবছর অনেক মানুষ এই কুমিরদের জন্য প্রাণ হারায়।

বতসোয়ানার ওভাকাঙ্গো ডেলটা যা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে পরিচিত, সেখানে ১৯০০ সালে ১৬ ডিসেম্বর জন্মগ্রহণ করে বৃহৎ আকার এই কুমিরটি। হেনরি আকারে এতটাই বৃহৎ যে তা প্রায় একটা ছোট বাসের সমান। হিংস্র হেনরির ভক্তের সংখ্যা কম নয়। ১২৩ বছর ধরে ৬ নারী কুমিরের সাথে সম্পর্কে জড়িয়েছে হেনরি। তার বাচ্চার সংখ্যা দশ হাজারেরও বেশি।

বিশ্বের বয়স্ক কুমির হচ্ছে হেনরি। বিশ্বের বৃহত্তম কুমির হল ক্যাসিয়াস! ১৬ ফুট লম্বা। অস্ট্রেলিয়ার নোনা জলে এই প্রাণীর নির্বাস । ১৯৮৪ সালে এই কুমিরের ঠিকানা কুইন্সল্যান্ড উপকূলের গ্রীন আইল্যান্ডে মেরিল্যান্ড মেলানেসিয়া ক্রোকোডাইল হ্যাবিট্যাট।

আরও পড়ুন,
*স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কোন ক্লাসে কত মিলবে? রইল তালিকা