ক্যানসারের সঙ্গে লড়াই করে বেঁচে উঠেছেন তিনি। নতুন করে খুঁজে পেয়েছেন জীবনের মানে। অবশেষে বিয়ে করেছেন দীর্ঘদিনের প্রেমিককে। স্বপ্নের মতন সাজানো এখন তার জীবন। আবার ফিরে গিয়েছেন নিজের স্বপ্নের কাজের দুনিয়ায়। তিনি হলেন হিনা খান। তিনি এখন আর পাঁচজন সাধারণ মেয়ের মতন নন, বরং তিনি এক বিশাল যুদ্ধ জয় করে ফিরে আসা লড়াকু নারী। শুক্রবার বিয়ের পর প্রথমবার পালন করলেন করবা চৌথ।
তার স্বামী রকি জয়সওয়াল-এর সঙ্গে তার দীর্ঘদিনের আলাপ। সেই পরিচয় থেকে প্রেম এবং সবশেষে সম্পর্কে সিলমোহর দিয়ে গাঁটছড়া বেঁধেছেন তারা। বিয়ের পর এবার প্রথম করবা চৌথ পালন করলেন হিনা। তাই আয়োজন যে স্পেশাল হবে তা বলার অপেক্ষা রাখে না। এদিন হিনা খান লাল রঙের পোশাকে সাজলেন। সিঁথিতে পরলেন ভর্তি করে সিঁদুর। হাত আঁকলেন মেহেন্দিতে। সারাদিন উপোষ করলেন তিনি। অবশেষে চাঁদ ও স্বামীর মুখ দেখলেন তিনি।
আরও পড়ুন,
‘রক্তবীজ ২’ মুক্তি পেলো জাতীয় স্তরে, ছবির সাফল্য কামনায় পুরীর জগন্নাথ ধামে পুজো দিলেন মিমি চক্রবর্তী
অবশেষে স্বামীর হাতে জল ও খাবার খেয়ে ভাঙলেন সারাদিনের উপোষ। এসবের মাঝে সবথেকে নজর কাড়ল যেই ছবি সেখানে দেখা গিয়েছে, হিনা খানের পা ছুঁয়ে প্রণাম করছেন তার স্বামী রকি জয়সওয়াল। সমাজের চিরাচরিত নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের মতন করে পালন করলেন করবা চৌথ। আরেকটি ছবিতে দেখা গিয়েছে, দু’জন দু’জনের মাথা ঠেকিয়ে চাঁদ দেখছেন। আর তাদের এই ছবি ভাইরাল হয়েছে নিমেষেই।
হিনা খান ক্যানসারে আক্রান্ত হওয়ার পর সর্বতোভাবে পাশে ছিলেন তার প্রেমিক রকি। হিনার কেমোথেরাপির সময় মাথার সব চুল উঠে যায়। তখন তার প্রেমিক মাথার চুল কামিয়ে ফেলেন। হিনার পাশে থাকতে ও তার লড়াইকে কিছুটা সহজ করতে সবসময় পাশে ছিলেন রকি। হিনাকে অনবরত জুগিয়ে গিয়েছেন সাহস। আর এর কয়েক মাস পর প্রেমিক রকিকে বিয়ে করেন হিনা। বিয়েতে হাজির ছিল পরিবার ও গুটিকয়েক বন্ধু।