এই গরমে চুল বাঁধবেন কিভাবে? জানুন কায়দা

How to tie hair this summer?

এই গরমে চুল বাঁধবেন কিভাবে?

বৈশাখের শুরু হতে না হতেই গরম পড়তে শুরু করেছে। দেখতে দেখতে ৪০ ডিগ্রি পার করে ফেলছে তাপমাত্রা। গরমের এই দাপটে নাজেহাল সকলে। গরম পড়লেও নিমন্ত্রণের কমতি নেই। একের পর এক নিমন্ত্রণ রয়েছে। আর তাতে অংশগ্রহণ করতে হবে। গরমে খাবার কম খেলেও কম সাজলে চলবে না। কারণ সুন্দর পোশাকের সঙ্গে মানানসই সাজ না হলে চলে না। তাই এই গরমে সাজের মধ্যে একটি হল চুল বাঁধা।

গরমের জন্য চুল ছেড়ে থাকাও সম্ভব নয় আবার কেটে ফেলেও সম্ভব নয়। তাই আজকের প্রতিবেদনে রইল এমন কয়েকটি চুল বাঁধার কায়দা যা জানলে উপকার হবে অনেকটাই।

মেসি বান

How to tie hair this summer?

মেসি বান

মেসি বান এই গরমে একেবারে সঠিক চুল বাঁধার কায়দা। মেসি বান স্টাইল করার জন্য প্রথমে যেমন ভাবে খোঁপা বাঁধে সেভাবে হাত ঘুরিয়ে বান বেঁধে নিন। এরপর মুখটা সুন্দর দেখানোর জন্য আশপাশ থেকে লকস্ বের করে রাখতে পারেন।

পনিটেল উইথ স্কার্ফ

How to tie hair this summer?

পনিটেল উইথ স্কার্ফ

এটির জন্য প্রথমে মাথার সব চুলকে উঁচু করে পনিটেল করতে হবে। এরপর স্কার্ফ নিয়ে সেটি চুলের গোড়ায় জড়িয়ে নিন। স্কার্ফের লম্বা অংশটি বো করে নিন।

ব্রেডেড ক্রাউন

ব্রেডেড ক্রাউন

চুল ভালো করে আঁচড়ে দুই ভাগ করে নিন৷ এরপর চুলের ডান দিক থেকে কিছুটা চুল নিয়ে বিনুনি করুন। এরপর বাম দিকের চুল সামান্য নিয়ে বিনুনি করুন। এরপর শেষে গার্ডার দিয়ে আটকে দিন। এরপর মাথার চারপাশে পেঁচিয়ে কয়েকটি পিন দিয়ে আটকে দিন।

আরও পড়ুন,
*দীর্ঘক্ষণ এসি-র হওয়া খাচ্ছেন? অজান্তেই ডেকে আনছেন বিপদ
*Chanakya Niti: টাকা ও নারীর মধ্যে কাকে বেছে নেবেন? জানিয়েছেন চাণক্য