গোয়াল থেকে উদ্ধার মস্ত বড় অজগর! ভাইরাল ভিডিও

Python: বাড়ির গোয়ালে ঢুকে পড়েছে ১০ফুট লম্বা অজগর! দেখে শিউরে ওঠার মত অবস্থা স্থানীয় সকলের। সাপ সাধারণ বনে-বাদাড়ে ঘুরে বেড়ায়। মাঝে মধ্যে পেটের দায়ে লোকালয়ে এসে পরে। ‘সাপ’ শব্দটা শুনলেই অনেকে অতকে ওঠেন। তাঁর উপর যদি সেই সাপ লম্বা হয় ১০ ফুট তাহলেই হয়েছে…! সম্প্রতি তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে।

ভাইরাল (Viral) হওয়া ভিডিও তে দেখা যাচ্ছে জঙ্গলের পাশেই রয়েছে বসতি। একটি গোয়াল ঘরের আরার কাছে উঠে আছে মস্ত বড় আজগর। কৌতূল বসত তাঁকে দেখতে ভিড় জমেছে ডের। অন্যদিয়ে লোকজনের ভিড়ের মধ্যে নিজেকে আবিষ্কার করে অজগর বাবাজি রাগে অথবা কোনো অজানা ভয়ের ইঙ্গিত পেয়ে ফোঁস ফোঁস শব্দ করছে তা স্পষ্ট সোনা যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে একজন খবর দিয়ে ডেকে অনেন একজন সাপ উদ্ধার কারি ও এক বনো দপ্তর কর্মীকে। তাঁদের উদ্দেশ্য অজগর বাবাজিকে সেখান থেকে উদ্ধার করে তার জন্য নিরাপদ এমন স্থানে তাঁকে মুক্ত করে দেবেন।

আরও পড়ুন,
ঘামে ভেজা শরীর, পেশীবহুল হাত, সোশ্যাল মিডিয়ায় মিরর সেলফি পোস্ট করলেন তৃনমুলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেখুন ছবি

মানুষের ভিড় ঠেলে তারা অজগরটিকে ধরতে গোয়ালে প্রবেশ করে। বেশ কিছু সময় ঐ মস্ত অজগরটির সাথে ধস্তাধস্তির পর তাকে সেখান থেকে উদ্ধার করেন উদ্ধার কারীরা। অজগরটিকে গোয়াল থেকে বাইরে বার করতেই উপস্থিত সকলের মধ্যে বেশ চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। সোশ্যাল মিডিয়া সেই ভিডিও রীতিমতো ভাইরাল।

error: Content is protected !!