নকল আইপিএস-কে ধরল আসল পুলিশ, ভাইরাল ভিডিও

নকল আইপিএস সেজে পাড়া দাপিয়ে বেড়ানোর পর পুলিশের জালে ধরা পড়ল এক যুবক। তাকে ধরার পর খাতির করে থানায় আনা হয় যেখানে তার পরনে ছিল খাকি উর্দি পরা ভুয়ো পুলিশের বেশ৷ এরপর তাকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। আর তারপরই চোখ কপালে ওঠে পুলিশের৷

অভিযুক্ত যুবক যিনি নিজেকে আইপিএস হিসেবে পরিচয় দিয়ে এসেছেন তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে ওই যুবকের নাম মিথিলেশ মাঞ্জি। ওই যুবক ভুয়ো আইপিএস-এর ছদ্মবেশে ঘুরা বেড়াতো। অভিযুক্তর বয়স জানা গিয়েছে ১৮ বছর।

সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে ওই ব্যক্তিকে থানায় ধরে আনতে দেখা গিয়েছে। বিহারের জামুইয়ের সিকন্দরা থানায় ওই যুবককে ধরে নিয়ে আসা হয়। ভিডিওতে দেখা গিয়েছে, পুলিশের উর্দি পরা যুবককে ‘আসুন স্যার’ বলে সম্বোধন করছেন পুলিশের আধিকারিকরা।

এসডিপিও সতীশ সুমন সংবাদমাধ্যমকে জানান, অভিযুক্ত ওই যুবক কোনো এক ব্যক্তির থেকে নগদ ২ লক্ষ টাকার বিনিময়ে একটি উর্দি ও আগ্নেয়াস্ত্র কেনে। জানা গিয়েছে, ওই যুবক মনোজ সিং নামক এক ব্যক্তির থেকে এই জিনিস সংগ্রহ করে। ওই ব্যক্তি মিথিলেশকে বুঝিয়েছিল ২ লক্ষ টাকা দিলে তার পুলিশের চাকরি বাঁধা। এরপর মিথিলেশ নামক ওই যুবক মনোজ নামের ব্যক্তিকে ২ লক্ষ টাকা দেয় এবং উর্দি ও আগ্নেয়াস্ত্র কিনে নেয়।

এরপর ওই যুবক মায়ের সঙ্গে দেখা করতে সিকন্দরা আসেন। সকলকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে নিজের এলাকায় সকলের সামনে নিজেকে আইপিএস বলে পরিচয় দিতে শুরু করে। এরপর কয়েকজনের সন্দেহ হওয়ায় তারা পুলিশকে জানায়। সিকন্দরা থানার পুলিশের আধিকারিকেরা খবর পেয়ে ওই যুবককে আগ্নেয়াস্ত্র সহ আটক করে।

error: Content is protected !!