১৬০ টন সোনা আমদানি করতে চলেছে ভারত!

20240831 065257 oemfmlGz3P

Gold import: এবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে ভারত এবার থেকে সংযুক্ত আরব আমিরাতের কাছ থেকে সোনা আমদানি করবে। আর এই মর্মে আরব আমিরশাহি থেকে ভারত ১৬০ টন সোনা আমদানি করতে চলেছে।

ভারত সরকারের তরফে বিজ্ঞপ্তির মাধ্যমে বলা হয়েছে ভারত-ইউএই মুক্ত বাণিজ্য চুক্তির অধীনে ২০২৪-২৫ অর্থবর্ষে ভর্তুকিকৃত হারে সংযুক্ত আরব আমিরশাহি থেকে অলঙ্কার নির্মাতারা এবং স্বর্ণ ব্যবসায়ীরা ১৬০ টন পর্যন্ত সোনা আমদানি করবে।

এর আগে ২০২২ সালের ১লা মে তারিখে ব্যাপক অর্থনৈতিক অংশীদারি চুক্তি হিসেবে এই চুক্তি কার্যকর করা হয়। এই চুক্তির মধ্যে দিয়ে ট্যারিফ রেট কোটার মধ্যে মাধ্যমে ভারত এক শতাংশ শুল্ক ছাড় সহ আরব আমিরশাহি থেকে বছরে ২০০ মেট্রিক টন সোনা আমদানি করতে রাজি হয় ভারত।

এই চুক্তির মাধ্যমে ভারত আরব আমিরশাহির থেকে ১৪০ টন সোনা আমদানি করে। থিঙ্ক ট্যাঙ্ক জিটিআরআই-এর তরফে গত জুন মাসে জানানো হয়, ২০২২ ও ২৩ অর্থবর্ষে সংযুক্ত আরব আমিরশাহি থেকে ভারত ৩০০ কোটি ডলারের সোনা আমদানি করেছিল।

এরপর ২০২৩ ও ২০২৪ অর্থবর্ষে সোনা আমদানির পরিমাণ বেড়ে যায় আরও ১৪৭.৬ শতাংশ। এদিকে ২০২৪-২৫ অর্থবর্ষে এপ্রিল ও জুলাইয়ের মধ্যে ভারতের সোনা আমদানির পরিমাণ ৪?২৩ শতাংশ কমে হয়েছে ১২৬৪ কোটি টাকা। এই বছর ৭৬০ কোটি টাকা ডলারের সোনা আমদানি করা হয়েছে।

ভারতের তরফে সবথেকে বেশি সোনা আমদানি করা হয় সুইজারল্যান্ড থেকে। এরপর রয়েছে সংযুক্ত আরব আমিরশাহি। আরব আমিরশাহি থেকে আমদানি করা হয় মোট আমদানির ১৬ শতাংশের বেশি সোনা। ভারতের ৪০ শতাংশ সোনা আমদানি করা হয় ইউরোপীয় দেশ থেকে। এর পাশাপাশি ভারতের তরফে দক্ষিণ আফ্রিকা থেকে আমদানি করা হয় আরও ১০ শতাংশ সোনা।

আরও পড়ুন,
*সাদা-কালো পোশাক, সাথে মানানসই গয়না অসাধারণ সুন্দরী করে তুলেছে শ্রেয়াকে